ইলিয়াসভাই ছাত্রদের ডেকে বলছেন : ‘গুলির রেঞ্জের মধ্যে যাবে না। দেওয়ালের পাশে দাঁড়িয়ে হারামজাদাদের ইট ছুড়তে থাক, এক সময় তাদের গোলাগুলি শেষ হবে হারামজাদাদের পালাবার পথ থাকবে না। সবকটি বানচোৎ ধরা পড়বে।’ — আহমদ ছফা; ‘উত্তর খোঁয়ারি’ (আগামী প্রকাশনী) থেকে উৎকলিত
ছফাভাই ইলিয়াসকে নিয়ে আমার জানামতে ৪/৩ টি লেখা লিখেছিলেন। কোনো এক অজানা কারণে ইলিয়াস ভাইয়ের মৃত্যুর পর ইলিয়াসবিষয়ক কোনো সংকলনেই সেইসব লেখা ঠাঁই পায়নি। কেন পায়নি তা ভেবে দেখতে হবে। এছাড়া আহমদ ছফাকে নিয়েও ইলিয়াস ভাইয়ের লেখা আছে। যাকে বলে মুখের কথা না পুরোদস্তুর ছফার সাহিত্য মূল্যায়ন। এই সুস্থ চর্চাটি তাদের মধ্যে ছিল।
আমার বই উত্তর খোঁয়ারিতে ছফাভাইয়ের একটি স্মৃতিধর্মী লেখা যা কিনা ছফা সমগ্রতেও নেই তা গ্রন্থিত হয়েছে। লেখাটি ছাপতে দিয়ে ধন্য করেছেন আবুল খায়ের আতিকুজ্জামান রাসেল। প্রসঙ্গত, এই ঢাকাতেই আমি একজনকে চিনি যার কাছে ছফা-ইলিয়াস কনভারসেশনের অডিও কপি আছে। তিনিও কোনো এক অজানা কারণেই তা প্রকাশ করছেন না শত অনুরোধেও। এ-রকম দলছুট, টুকরাটাকরা লেখাগুলো জড়ো করেছি উত্তর খোঁয়ারিতে।
গত ২০১৯ বইমেলার শেষদিন আমার বইটি বেরিয়েছিল।
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
- কোর্ট মার্শাল নস্টালজিয়া || সজীব তানভীর - November 27, 2023
COMMENTS