ঊষা উত্থুপ। শাস্ত্রীয় সংগীত থেকে পপ, সকল ধারার গানে সহজাত এই গুণী শিল্পী যে-ক্ষমতা কণ্ঠে ধারণ করেন তার সামান্যই ভারতবর্ষ কাজে লাগাতে পেরেছে। আর. ডি বর্মণ থেকে বাপ্পী লাহিড়ী কিংবা হালে শান্তনু মৈত্র তাঁকে একটা ফ্রেমে ব্যবহার করেছেন কিন্তু ঊষার ক্ষমতা অধিক ব্যাপক ছিল মনে হয়। বব ডিলানের Blowin’ In The Wind তাঁর কণ্ঠে অন্যমাত্রা পায়, এবং এভাবে আরো অসংখ্য গান ঊষা গেয়েছেন একদম নিজের মতো করে, নিজের গায়কিসত্তার ওপর অগাধ আস্থা ও স্বাতন্ত্র্যে দাঁড়িয়ে। তাঁকে কুর্নিশ জানাই সেইসব গানের জন্য যেখানে প্রাচ্যের আন্তরমগ্ন সংগীতপ্রণালির মধ্যে গাঢ়ভাবে মিশেছে পাশ্চাত্যের হল্লা, সেইসব উচ্ছল মোমেন্ট যা ভারতবর্ষে পপ ধাঁচের গানকে ক্রমশ বদলে দিয়েছে, তার অনেকখানি উষা ধারণ করেছেন একলা।
Latest posts by গানপার (see all)
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS