আমাদের যৌথ রক্তপাতের ব্যালাড || শিবু কুমার শীল

আমাদের যৌথ রক্তপাতের ব্যালাড || শিবু কুমার শীল

দুই হাজার নয় সালের পরের কথা।

তখনও মেঘদলের তৃতীয় অ্যালবামের ভাবনা মাথায় ছিল না। অনেক সংগ্রামের ভেতর দিয়ে কেবল দ্বিতীয় অ্যালবামটা শেষ করেছি। এ-রকম একটা সময়ে গল্পকার স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প পড়ছিলাম নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। একটা ফিউচারিস্টিক গল্প। কিন্তু আমার মনে গেঁথে গেল শিরোনামটা। আমার মনে হলো, এই শিরোনামের ভেতর একটা অদ্ভুত ধাতব আর নির্মম সময়ের রিফ্লেকশন আছে। আমার গানে আমি যে-সময়ের গল্প বলতে চাই বা যে-ভাঙাচোরা মানুষের কথা বলতে চাই তার সাথে এই শিরোনামের ঐক্য খুঁজে পেলাম। ফলে এই নামটা নিয়েই অনেকদিন ঘুরতে থাকি। বন্ধুদের বলতে থাকি তৃতীয় অ্যালবামের শিরোনাম হবে অ্যালুমিনিয়ামের ডানা

যদিও অ্যালুমিনিয়ামের ডানা গানটি তারও পূর্বে লিখিত হয়ে আছে শিরোনামহীন অবস্থায়। প্রাক্টিস প্যাডে সেটা গাইছিও। তারপর মেঘদলের নিত্যনতুন গানের প্রবাহে সেই গান প্রায় বিস্মৃত হয়ে গেলাম। ততদিনে ‘এসো আমার শহরে’ এসে গেছে। অ্যালুমিনিয়ামের ধাতব নির্দয়তার পাশাপাশি নেক্রপলিটিক্সের সাথে আমাদের পরিচয় ঘটে গেছে।

আমরা এই দীর্ঘ সময়ের পাকেচক্করে আরও দেখলাম দলে দলে মানুষ পথে নেমেছে। কেউ কেউ হেরে যাচ্ছে কেউ কেউ বাড়ি ফিরে গেছে। ব্যক্তির মনোজগতের ডানা যেন আর উড়বার প্রেরণা দেয় না। তাই বলে মানুষ কী হাল ছাড়ে? গলিত স্থবির ব্যাঙ পর্যন্ত দুই মুহূর্তের ভিক্ষা মাগে। অবশেষে একজন হেডলেস আর একজন আহত ব্যালে ড্যান্সারের যৌথ রক্তপাতের ব্যালাড নিয়ে আমরা হাজির হলাম।

এই ডুবো শহরে আবার একটা নতুন গান। শুকরিয়া।

শুনুন  অ্যালুমিনিয়ামের ডানা অ্যালবামের টাইটেল ট্র্যাক
সাবস্ক্রাইব করুন  মেঘদল অফিশিয়্যাল ইউটিউবচ্যানেল

ব্যানারে ব্যবহৃত ইলাস্ট্রেশন  সৌরভ সরকার


শিবু কুমার শীল রচনারাশি
গানপারে মেঘদল 

COMMENTS

error: