উডি : বিশ্বসিনেমার হুমায়ূন আহমেদ

উডি : বিশ্বসিনেমার হুমায়ূন আহমেদ

অডিও-ভিস্যুয়ালে গল্প বলার যে আরাম ও সাবলীল ধরন, এইটা সবচেয়ে বেশি আমি পাই উডি অ্যালেনের সিনেমায়। উডির সিনেমাকে বাংলা ভাষার সাহিত্যের পাঠকদের সাথে তুলনা দিলে বিশ্বসিনেমার হুমায়ূন আহমেদ বলে মনে হয়। ৮৭ বছর বয়স, অথচ প্রতি বছর সিনেমা বানাচ্ছেন। তার সিনেমা দেখতে বসলে আগ্রহ হারানোর সুযোগ কমই থাকে। আর ঘটনার ঘনঘটা নাই, নাই ঝকমারি চেহারার বালখিল্যতা। যেন স্বাভাবিক পরিস্থিতির গল্পটাই তিনি বলেন তার চলচ্চিত্রে।

আমার মতো ২৩ বছরের (টাকলু যদিও) পোলারে যেখানে লোকজন বুইড়া বলে, সেইখানেও উডি তরুণ। আই লাভ হিম। শুভ জন্মদিন উডি।

ইলিয়াস কমল / ০১ ডিসেম্বর ২০২২

COMMENTS

error: