জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক স্বাধীন সেন-র প্রাচীনত্ব, সভ্যতা, সম্প্রীতি, আর [প্রত্ন] সম্পদের জন্য ব্যাকুল বাসনা শিরোনামে দাগানো একটি পুস্তিকা (নাকি গবেষণা প্রস্তাবনা?) মাত্র পাঠ শেষ হলো। পুস্তিকাটির ব্যাপারে দু-কথা বলার তাড়না বোধ করছি ভিতরে। আমাদের অ্যাকাডেমিক ইন্টেলিজেনশিয়া, ঔপনিবেশিক মনন ও আধিপত্যবাদ, সেকুলারিজমের বয়ান আমরা কীভাবে দাঁড় করাই আর জনমনে ইতিহাসকে কীভাবে অকাট্য করা হয় ইত্যাদি প্রসঙ্গে তাঁর জিজ্ঞাসা ও প্রস্তাবনা সময়-প্রাসঙ্গিক। কাজেই এটি নিয়ে সহসা নিজের পাঠ-অভিমত জানানোর বাসনা রাখি। বিদায় নেওয়ার আগে আপাতত দুটি লিঙ্ক ধরিয়ে দিচ্ছি, ফাঁক করে দেখতে পারেন।
প্রাসঙ্গিক একটা পাঠের লিঙ্ক / প্রাচীনতম সভ্যতা, চিরন্তন সম্প্রীতি এবং (প্রত্ন)সম্পদের জন্য ব্যাকুল কামনা! : স্বাধীন সেন
প্রাসঙ্গিক আলাপের লিঙ্ক / কনভার্সেশন অন ন্যাশনালিজম অ্যান্ড সেকুলারিজম : স্বাধীন সেন ও মানস চৌধুরী পর্ব ১ ও পর্ব ২
আ. মি. ২০২৩
Latest posts by গানপার (see all)
- রিপন মিয়ার জীবন ও সাহিত্য || কাজল দাস - October 14, 2025
- চেজিং হোমার / লাসলো ক্রাসনাহোরকাই || অনুবাদ / কয়েস সামী - October 13, 2025
- আহমদ রফিক : শতবর্ষী বিরিখের প্রস্থান - October 13, 2025
COMMENTS