আমাদের শংকাশাসিত, আধুনিক ও এলিয়েনেটেড কাব্যজীবনে নজরুল একটি হারানো গৌরবের নাম। তিনি একটি সুন্দর ফিল গুড আনুষ্ঠানিকতা, — আমাদের রাষ্ট্রনিয়ন্ত্রিত এবং বৈপ্লবিক সম্ভাবনাহীন চিন্তাপদ্ধতির মধ্যে। এমনকি রবীন্দ্রনাথ এখনো যতটুকু প্রেম ও যাতনা তৈরি করেন, নজরুল যেন তাও করেন না! যেন তিনি সত্যসত্যই সেই ধুমকেতু, যার আগমনের জন্য আমরা তৈরি ছিলাম না। এবং তাঁকে বুঝে উঠতে উঠতে তিনি হারিয়ে গেছেন নীহারিকার অপার রহস্যের ভেতর। সাথে করে নিয়ে গেছেন তাঁর রুদ্ধশ্বাস সময়টাকেও। ফলে, পুরুষান্তরে পাওয়া সাংঘাতিক মিষ্টি একটা স্মৃতি ছাড়া নজরুল বিষয়ে আমাদের আর কোনো উত্তেজনা অবশিষ্ট নাই। এমনকি আমরা এটাও ভুলে গিয়েছি যে, রবীন্দ্র-হেজেমনি আর তিরিশি প্রতিরোধের মাঝখানে নজরুল দিশা আর সাহস আকারে ছিলেন। মোহিতলাল, জীবনানন্দ, প্রেমেন্দ্র প্রমুখের প্রথম জীবনের কবিতাগুলো পড়বার পরও আমাদের সেই স্মৃতি জাগ্রত হয় না।
- অক্টোবর নয় || তুহিন কান্তি দাস - October 9, 2025
- মায়ের চরণে মেমোয়ার - October 7, 2025
- সাধুসঙ্গ ও সাধনসংগীত || বিমান তালুকদার - October 3, 2025
COMMENTS