রণেন্দ্র তালুকদার পিংকু আমেরিকাপ্রবাসী সাংবাদিক। দেশে থাকতে তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে বেশকিছু প্রকাশনা করেছেন। আমেরিকার ব্যস্ততাঘন জীবনযাপনের পরেও এখনো মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে লেখালেখি করার চেষ্টা করছেন।
এবারের একুশে বইমেলায় তিনি ‘ভাটির বীরাঙ্গনা’ নামে একটি বই প্রকাশ করেছেন। আমি আশা করছি এই বইয়ে আমাদের কাজের বাইরে নতুন কোনো বীরাঙ্গনার মুখ খুঁজে পাবো, যাকে নিয়ে আমরা পরবর্তীতে আরো কিছু কাজ করতে পারি।
বইটির জন্য শুভ কামনা। গভীর ও অতলের আরো আরো কিছু কাজ চাই লেখকের কাছ থেকে। এই বইটি ফেব্রুয়ারি ২০২৪ থেকে বাজারে পাওয়া যাবে।
Latest posts by গানপার (see all)
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS