লোকটা বর্ন আর্টিস্ট! জেনুইন স্কুলপলাতক এক পাগল। স্কুললাইফে তার স্বপ্ন ছিল বেসবলখেলোয়াড় হওয়া। কিন্তু, বন্ধুদের কাছে ‘অভিনেতা’ পরিচয়টাই তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যায়। স্কুলে থাকতে বন্ধুদের কাছেই জেনেছিলেন তিনি অভিনয় পারেন। আর যায় কই! মাথায় ভূত চেপে বসলো। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাঠ চুকিয়ে অভিনয় শেখায় দিলেন মনোযোগ। এজন্য মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল তার। কারণ, সে যখন অভিনয় শেখার স্কুলে ভর্তি হয় তখন তাদের মা-ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। বাবার সাথে সম্পর্ক না থাকায় মা-সন্তানের পরিবারে এই টানাপোড়েনে মায়ের চিন্তা ছিল, ছেলে স্কুলসার্টিফিকেট শেষ করে চাকরিটাকরি করবেন। পরিবারের অর্থনৈতিক সংকট দূর হবে। কিন্তু যার মাথায় অভিনয়ের ভূত চেপে বসে আছে, তিনি কী আর এসবে ঝুঁকেন! ভর্তি হলেন ম্যানহাটানের বিখ্যাত হাইস্কুল অব পারফর্মিং আর্টসে। এইটা এতই বিখ্যাত একটা শিক্ষাপ্রতিষ্ঠান যে বহু হলিউডতারকা এখান থেকে পড়াশোনা করে অভিনয় শিখে সিনেমায় নাম কামাই করেছেন। এখানে অবশ্য ভর্তি হতেও তাকে একাধিকার চেষ্টা করতে হয়েছে। এখানে ভর্তির সময় থেকেই মঞ্চে টুকটাক অভিনয় শুরু করেন। সিনেমায় অভিনয়ের জন্যেও চেষ্টা করতে থাকেন। কিন্তু এইসব মঞ্চাভিনয় করে অবশ্য পর্যাপ্ত টাকা রোজগার হতো না। তাই এই সময়টায় তিনি বাসের কন্ডাক্টর, মেসেঞ্জার বা পিয়ন এবং দারোয়ানের চাকরিও করেছেন। এই সময়ের কিছুদিনের মধ্যেই তার মা ও নানী মারা যান। এই সময়ে তার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। মাদকাসক্ত হয়ে পড়েন। তবে নিজেকে বদলে ফেলেন। কৈশোরে অ্যাক্টর্স স্টুডিও থেকে অভিনয়ের জন্য প্রত্যাখ্যাত হবার পর যোগ দেন এইচবি স্টুডিওতে। আর পেছন ফিরতে হয়নি তাকে। একসময় সুযোগ পান বিখ্যাত ‘দ্য গডফাদার’ সিনেমায়। বদলে যায় বাকি অভিনয় ও ব্যক্তিজীবনও। বুঝতেই পারছেন, ভদ্রলোকের নাম আলফ্রেড জেমস প্যাচিনো ওরফে ‘এল পাচিনো’।
— ইলিয়াস কমল
ইলিয়াস কমল রচনারাশি
গানপারে ম্যুভিরিভিয়্যু
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS