বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রকাশিত ‘ছড়াবার্ষিকী’ গ্রন্থটি আমাদের ছড়াসাহিত্যের ইতিহাসে সর্বাধিক ছড়াকারের লেখার সংকলন।
সমকালীন ছড়ালেখকদের ৪৭৬টি ছড়া গ্রন্থভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রবীণ এবং নবীন কবি-ছড়াকারদের রচিত ছড়া বইটিকে সমৃদ্ধ করেছে।
শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশুসাহিত্যিক আনজীর লিটন ‘ছড়াবার্ষিকী’-র প্রধান সম্পাদক। বিশিষ্ট শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া ও মিহির মুসাকী বইটি সম্পাদনা করেছেন। গ্রন্থটি প্রকাশে সম্পাদনা সহযোগী কামাল হোসাইনের ভূমিকা অনস্বীকার্য।
‘ছড়াবার্ষিকী’-র প্রকাশনাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানটি ছিল লেখকদের যেন এক মিলনমেলা! এই মহৎ অনুষ্ঠানে সম্পৃক্ত হতে না-পারলেও, ছড়াকার অজিত রায় ভজন — বই, লেখকসম্মানী সমেত উপহার সামগ্রী আমাকে পৌঁছে দিয়েছেন। তাঁর ভালোবাসায় আমি আপ্লুত।
Latest posts by গানপার (see all)
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS