তারা জানে না তাদের জনগোষ্ঠী কী চায়
কীই-বা তাদের অন্তর্লীন অভিপ্রায়
এশায়-নিশায়
বেতমিজগুলি কীভাবে বাঁচে
এই ফ্রিমার্কেট আগুনের আঁচে
তারা কাল কাটায় কীসের আশায়
কামনায়
ছাতি ফেটে যায়
নিবৃত্তির উপায় নাই
বিসখা আর ললিতার ভিড়ে কে আর বিছড়ায় রাই
নিউজটায় পাত্তা দ্যায় না তারা
আপন মনে গোপন বনে
বিলাসে ব্যসনে
কেবলই আপনায় আত্মহারা
রাইটার
নিজের জনগোষ্ঠীটার লগেই চিনাজানা নাই তার
বিচাড়ার
বইয়ের পরে বই বাইরায়
বাংলা সাহিত্য উনাদেরই বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও অনামিকার চিপায়
একবার কাইৎ হয় আবার উপইৎ
শুক্কুরবারের ফোরকালারের সাময়িকীগুলায়
বিজ্ঞাপনের কোনায় কোনায়
ইহাদের উপস্থিতিই সিম্পল-বাংলায় গ্রীষ্ম বর্ষা শীত।।
*
সময়টারে যেম্নে পারতেসো
বলাৎকারই করতেসো
বক্রিচোদ!
সময়টাও সময়মতন
বুঝতে পারবা তুলব যখন
শোধ।।
*
তারা ভালো লোক নয়
গায়ের জোরে পেশীর ভরে চলতে যাদের হয়
নীতিফিতি তন্ত্রফন্ত্র ধুলায় মাড়ায়া যারা ডাকাইতির দিকে ধায়
যাদের দিন কাটে রাইত পোয়ায়
নিকটজনের সর্বস্ব হরণের হননকামী লিপ্সায়
আর যারা যায়
তাদিগেরই তালে তাল দিতে হ্যাটামারানি মিলনমেলায়
লাফাঙ্গা পরিন্দার মতো দলে দলে লেখকের পাল
লাইন ভেঙে অ্যাডভ্যান্স হাতে নেয় মুসোলিনির মশাল।।
*
আমিও লেখক —
যথা, আনিসুল হক
লেখেন কলাম
ও অন্য অন্য
অনেককিসু — সফেদা, আম, জাম
হরেকরঙা ক্যাপ্সিকাম
লোকে করে ধন্য ধন্য
ট্রল করে যায় হীনম্মন্য
সোশ্যাল মিডিয়া লাইভে এসে
ফেয়ার অ্যান্ড লাভলি ভালোবেসে
একটা মাইঞ্জামারা পাইঞ্জাবিপরা হাসির গল্প বলে যান
আনিসুল হক — লেখক — অত্যন্ত সাহিত্যঅন্তপ্রাণ
পসন্ করেন রবিন ঠাকুর ও কবির বকুলের গান।।
*
ক্রাইসিসগুলা আরও ঘনীভূত হবে
এরপরে একটা ক্যারিশম্যাটিক ক্যারেক্টারের উদ্ভবে
দেশ পাবে দিশা
আলোকায়নের শতভিষা
আপামর জনসাধারণ
মনে মনে করে তারে মর্মঘন আবাহন
স্বর্গ থেকে এসে এই নারকীয় অঞ্চলে
ন্যাশন্যাল তার খোমা দেখায় তৃণমূলে
লেখকদের লঙ্গরখানায়
লাঞ্চের সময় ফ্রি খানাদানা, ব্যাগ ও নেইমট্যাগ পাওয়া যায়।।
— জাহেদ আহমদ / ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান ১ থেকে ৭
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- ফিউরিয়োসা - September 26, 2024
- অনবরত অনুসন্ধান || সজীব তানভীর - September 26, 2024
- অ্যাক্টর্স জার্নাল : শতেক পাতার লাইনটানা ব্ল্যাঙ্ক নোটবুক - September 26, 2024
COMMENTS