দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত

দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত

শেয়ার করুন:

ফ্যাসিজম কী আদৌ কোনো তত্ত্ব? প্রয়োগযোগ্য তত্ত্ব রীতিমতো? উন্নয়নে কাজে লাগানো যায়? ফ্যাসিজম কী তয়? খায় না মাথায় দেয়? দুনিয়ায় যত তত্ত্বই তৈরি হোক না কেন, তা তো মোদ্দা বিচারে এই সমাজেরই উপকরণ। তবে ফ্যাসিজম নিয়া সমস্যা কোথায়?

দেবেশ রায় ভেবেছেন সমস্যাটি নিয়া। নানান সময়ে নানান লেখায়। ‘ব্যক্তিগত ও গোপন সব ফ্যাসিবাদ নিয়ে একটি বই’ লিখে রেখে গেছেন দেবেশ রায়। সেখানেই, সেই বইটাতেই, উসকে দিয়েছেন প্রশ্নগুলো। মোক্ষম সব প্রশ্ন এবং সেগুলোর উত্তর খুঁজতে খুঁজতে ধীকণ্ঠ মূল্যায়ন দেবেশ রায়ের অননুকরণীয় গদ্যে।

কেমন এর কন্টেন্ট, অন্তর্গত টেক্সট, বইটির উপশিরোনাম অনুসিদ্ধান্তগুলির দিকে একবার নজর বুলাইতে পারি ঝটিতি দৃষ্টিতে :

১. যা শোনা হয় তা ভাষা—খোলা, পরিষ্কার ভাষাতেই ফ্যাসিবাদ ডিম পাড়ে—স্বাধীনতা আমাদের, ফ্যাসিবাদও আমাদের।

২. অভাব কীসের? তত্ত্বের?—শ্রেণি থাকে জাতীয় আন্দোলনে?— হিন্দু-মুসলমান মেয়েরা বাংলার মাটিজলের পুণ্যতা ও পূর্ণতা।

৩. রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালি-কায়েতদের ঝুটঝামেলা—রাবীন্দ্রিক মেয়েরা ও হিন্দুদের মেয়েরা শান্তিনিকেতন।।

৪. যে-ভাষায় লিঙ্গের ডাকনাম কত জানা নেই সে-ভাষা ফ্যাসিস্ট হয়ে যেতে পারে—

৫. ভাষার ভিতরেই থাকে ফ্যাসিবাদের অ্যান্টিবডি পর্নোগ্রাফি ও মুখের ভাষার ফ্যাসিবিরোধী সংগঠন।

৬. আমাদের বড় স্বদেশ ও সময়ের মানুষজন ও যুদ্ধ-দাঙ্গা-দেশত্যাগ—হিংসা, রিরংসা আর রক্তপাত—মাত্র একটি ঘটনাও ফ্যাসিস্ট হতে পারে।

৭. সিগন্যাল ফালিয়া—গণহত্যাকে সাংবিধানিক করে তোলা। ফ্যাসিবাদ—গণতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে আবশ্যিক প্রতিরক্ষা নয়।

৮. শুদ্ধিলোকের দিকে যাত্রাই বিকল্প অভিযান।

বইয়ের লেখকের নাম তো অলরেডি নিয়েছি জেনে। এর প্রকাশক প্রতিভাস। কলকাতা থেকে। একশ আঠাশ পৃষ্ঠার বই। বইয়ের উৎপাদনমান অত্যন্ত উন্নত।

বইনিউজ ডেস্ক
গানপার
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you