‘বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র’ বইটি রিপ্রিন্ট হলেও সংগ্রহযোগ্যতায় আজও সমকালীন। বইটি লিখেছেন নিশীথকুমার মুখোপাধ্যায়। ছাপা হয়েছিল অনেক আগে একবার, চলচ্চিত্র নিয়া আদৌ অঙ্গুলিমেয় কথাবার্তা হতো কি হতো না টাইমে। এখন আজকাল যে-পরিমাণে আলাপআলোচনা হয়, এর সিকিভাগও হতো না এক সময়ে। এই কথাটা আজকের অনেকেই স্বীকার করবেন যে, বাংলায় চলচ্চিত্র শিল্প অত্যন্ত পুরনো বনেদের হলেও উপেক্ষিতও হয়েছে বেশ অনেকাংশে। এমনকি সিনেমা নিয়া আলোচনাও শুরু হয়েছে বেশ বিলম্বে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ‘বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র’ বইটি নিঃসন্দেহে সেই সময়ে তো বটেই, এই সময়েও প্রাসঙ্গিক। তাই এই পুনর্মুদ্রণের প্রয়োজনীয়তা রয়েই যায়।
এই গ্রন্থটি কোনো অভিনেতা-অভিনেত্রী শিল্পী-কলাকুশলীর মনোরঞ্জক জীবনী বা ইতিহাসগ্রন্থ নয়। বরং বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রের মধ্যে পারস্পরিক প্রভাব নিরূপণ করার চেষ্টা করা হয়েছে এখানে। লেখকের এই চেষ্টা পাঠকের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয় না। বাংলা সিনেমার নির্বাক এবং সবাক উভয় পর্যায়ের তথ্যবহুল আলোচনার পাশাপাশি আছে চিত্রনাট্যের স্বরূপ, চিত্রনাট্যের সাহিত্যধর্মিতা, বাংলা নাটক ও চলচ্চিত্রের যোগ, সিনেমায় মহিলা ঔপন্যাসিকের প্রভাব, চলচ্চিত্রের প্রযুক্তি ইত্যাদি বিষয়ের অবতারণা ও বিস্তার। আর, অত বছরের বাদে একটা বাংলা বই রিপাব্লিশ হওয়া মানে এর পাঠোপযোগ রয়েছে এইটা আন্দাজ করা যায়।
যে-কথাটা না বললেও হয়, বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র বলতে এইখানে কেবলই ইন্ডিয়ান একটা প্রাদেশিক অঞ্চলের সাহিত্য ও চলচ্চিত্র বিবেচনায় নেয়া হয়েছে। এই বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা ‘প্রাচীনকালের’ পরিস্থিতি ভেবে মেনে নেয়া গেলেও পরবর্তীকালিক সমস্ত মূল্যাঙ্কন মননবিবেচনে এই দৃষ্টিভঙ্গি ইন্ডিয়ান বাংলা বইগুলোকে মেরামতের অযোগ্য ত্রুটিপূর্ণ করে রেখেছে। একদেশদর্শিতায় আবিল পশ্চিমবঙ্গের মাননিক বিবেচনারাজি। বৃহত্তম ও সার্বভৌম স্বাধীন বাংলা অঞ্চলের খতিয়ান না নিয়া ভারতীয় বাংলা বইগুলার জন্ম হয়। আজও প্রধান ভঙ্গি ও বিবেচনা তা-ই, অপরিবর্তিত, তথৈবচ।
বইটি প্রকাশ করেছে প্রতিভাস। বইয়ের গায়ে লেখা দাম পাঁচশ। ইন রুপিস। টাকায় পাল্টালে গায়ের দামের প্রায় ডাবল হয়। একটু কম থাকে এখনও, পুরা ডাবল হয় না। বাংলা ভাষায় পৃথিবীর একমাত্র স্বাধীন রাষ্ট্র হয় বাংলাদেশ। আর, বাংলাদেশের মুদ্রা টাকা।
বইনিউজ ডেস্ক
- রিপ্রিন্ট রিফ্রেশিং - November 7, 2025
- কোচবিহার ও আব্বাসউদ্দীন - November 7, 2025
- দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত - November 6, 2025

COMMENTS