সিনেমার চিরকুট ১২

সিনেমার চিরকুট ১২

শেয়ার করুন:

 

ইসরায়েলীদের দাপটের কাছে বরাবরই অসহায় ফিলিস্তিন। ইসরায়েলের নৃশংসতার খবর আমরা প্রায় প্রতিদিনিই পাই। সেগুলো আমাদের কাছে খবরই থাকে। কিন্তু যখন এই আগ্রাসনের চাক্ষুস রূপটি ধীরে ধীরে আমাদের সামনে আরো স্পষ্টভাবে উন্মোচিত হয়, তখন বুঝতে বাকি থাকে না তা কত ভয়ঙ্কর। আর এ কারণেই কারিগরি মানের চেয়ে বিষয় অনেক সময় মুখ্য হয়ে ওঠে। পায় অস্কারের মনোনয়ন সহ আরো কিছু পুরস্কার। কারণ ছবিটা যে কেবল একটা ছবি নয়, ইতিহাসও বটে। ছবির নাম ‘ফাইভ ব্রোকেন ক্যামেরাস’।

ইলিয়াস কমল ১৮ সেপ্টেম্বর ২০১৩


সিনেমার চিরকুট প্রবাহ

ইলিয়াস কমল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you