সিনেমার নাম দি রিপোর্ট। অ্যাডাম ড্রাইভারের অভিনয় দেখার জন্য বসছিলাম। পরে দেখি পুরাই অন্য জিনিস।
সিআইএ যে তার বন্দীদের ওপর অত্যাচার করে এইটা প্রামণ করতে পাঁচ বছর খেটে সাত হাজার পৃষ্ঠার রিপোর্ট তৈরি করছিলেন ডেনিয়েল জোন্স। সেই রিপোর্ট নিয়াই মূলত সিনেমা।
ডায়লগ বেইজড। ভিজ্যুয়াল যথেষ্ট নিয়মের মধ্যে। অলমোস্ট মুখস্থ ফ্রেম। কিন্তু স্টোরি এত ফাস্ট মুভিং যেন একটা ডায়লগ মিস করলে পরের ডায়লগ বুঝতে সমস্যা নিশ্চিত।
ইলিয়াস কমল ৩০ মার্চ ২০২০
সিনেমার চিরকুট প্রবাহ
ইলিয়াস কমল রচনারাশি
Latest posts by ইলিয়াস কমল (see all)
- প্রয়াণ ও খুন - August 7, 2025
- একটি ফিকশন, একটা ডকু ও একজন অকুতোভয় || ইলিয়াস কমল - August 6, 2025
- সিনেমার চিরকুট ২৩ - August 4, 2025
COMMENTS