অ্যা হিরো। অ্যা ফিল্ম বাই আসঘার ফারহাদি।
গত পনেরো বছরে দুইবার অস্কার জেতার পরেও তুলনামূলক কম গুরুত্ব পাওয়া নির্মাতা আসঘার ফারহাদি। এমনকি এই সময়ের মধ্যে তার মতো মানবিক বা সেন্সিবল স্টোরিটেলিং আর কেউরই নাই। কেউ না।
ফারহাদির স্টোরিটেলিং জাস্ট হাউ মাস্টারপিস ওয়ে টু ডান…
উনার কাজকর্ম দুনিয়ার বড় বড় আসরে অ্যাক্লেইম পেয়েছে, নিঃসন্দেহে, কিন্তু তবুও সে সমালোচকদের কাছেও এবং দর্শকদের কাছেও ততটা জনপ্রিয় না।
আর, শুধু স্বদেশেই কিংবা বাইরের দুই-তিন বড় বড় বিদেশেই নয়, সব জায়গায়, সব দেশেই, তার যে-কোয়ালিটির কাজ, তারে নিয়েই বিশ্বের মাতামাতি করার কথা, তার সিকিভাগও হয় না।
‘অ্যা হিরো ইজ ফারহাদি অ্যাট হিজ বেস্ট।’
—ইলিয়াস কমল ৩০ জানুয়ারি ২০২২
Latest posts by ইলিয়াস কমল (see all)
- প্রয়াণ ও খুন - August 7, 2025
- একটি ফিকশন, একটা ডকু ও একজন অকুতোভয় || ইলিয়াস কমল - August 6, 2025
- সিনেমার চিরকুট ২৩ - August 4, 2025
COMMENTS