কার্স অফ দি গোল্ডেন ফ্লাওয়ার। অ্যা ফিল্ম বাই ঝ্যাং ইমু।
চলতি বছরে পয়লা ছবি দেখলাম এইটা। ঝ্যাং ইমুর এই ছবির সেট দেইখ্যা মাথা নষ্ট হবার উপক্রম। স্যাম ম্যান্ডেসের ১৯১৭-র সেট যেমন রিয়্যালিস্টিক ছিল, এইটাও তেমন। যদিও এইটার জন্য সেটের অর্ধেক চীন সরকার এমনিতেই বানায়ে রাখছে, তবুও। আর তীব্র রঙের ঝলকানিতে মাঝে মাঝে মনে হচ্ছিল সানগ্লাস পরি।
ও হ্যাঁ, ট্রাজেডি যে আমার এত ভালো লাগে এতদিনে বুঝলাম। এইবার ট্রাজিক জনরার সেরা চিত্রনাট্যের কিছু ছবি দেখব বলে ভাবছি। কারও কোনও সাজেশন থাকলে জানায়েন।
ঝ্যাং ইমুর সব কাজই যে আমার দেখা, তা না, আমি দেখছি অল্পই। কিন্তু যতই দেখি ততই মুগ্ধ হই।
নিয়মিত ছবি বানাইলেও উনার বাজে সিনেমা বলতে গেলে নাই-ই। বলতে গেলে নয়, আসলেই বলতে হবে, নাই-ই। সবগুলোই কোয়ালিটি ধরে রাখা।
—ইলিয়াস কমল ০২ জানুয়ারি ২০২২
Latest posts by ইলিয়াস কমল (see all)
- প্রতুলের প্রসন্ন প্রখরতা || ইলিয়াস কমল - February 18, 2025
- সিনেমার চিরকুট ১১ - February 2, 2025
- নির্ঝর নৈঃশব্দ্য : আদি ও অকৃত্রিম আরামের আশ্রয় || ইলিয়াস কমল - January 24, 2025
COMMENTS