হাওরে ঘুরতে যাবার সময় || কাজল দাস

হাওরে ঘুরতে যাবার সময় || কাজল দাস

সুনামগঞ্জে বা কিশোরগঞ্জের হাওরে ঘুরতে যাবার সময় যদি দেখেন সাথের কোনো বন্ধুবান্ধব সাঁতার জানে না তাইলে ওরে পিডাইয়া বাড়িতে রেখে যাবেন। বলবেন আগে সাঁতার শিখে আয়। তারপর যাবি।

ঘুরতে যাবার জন্য টাকাপয়সা-বন্ধুবান্ধব-সময় যেমন যোগ্যতা, তেমনি হাওরে ঘুরতে যাবার অন্যতম যোগ্যতা সাঁতার জানা।

টিমের কেউ সাঁতার জানে না এই কন্সার্নে বাকিদের হাওরে ঘুরবার রিদম নষ্ট হয়। আমার কয়েকবার হইছে।

তাছাড়া পানিতে ডুবে যাবার ঘটনাটি তো আছেই। আর এ-রকম ঘটনা বাকিদের জন্য সারালাইফের ট্রমা।

ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল পর্যায়ের নেতা, বরিশালে বাড়ি, সাঁতার জানে না, আমি এইটা শোনার পরে রাগ হলো খুব।

আর যারা সাঁতার না জেনেও সমুদ্রে যেতে চায়, যাক। সমুদ্র সবকিছুই তীরে ফিরিয়ে দেয়। মৃত লাশও ফিরিয়ে দেয়। সমুদ্র কিছুই নেয় না।

কিন্তু হাওর উত্তাল হইলে কোনো কূলকিনারা মিলে না। তারে তখন সমুদ্রের চেয়েও ভয়ংকর লাগে।

হাওরে বর্ষাকালে কিছু হারাইলে আমরা শীতকালে গিয়ে খুঁজি এই জায়গায় হারাইছিলাম! এইটুকুই।

ছোট থেকে হাওর দেখে আমাদের এ-রকমই অভিজ্ঞতা।


কাজল দাস রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you