শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ ইন্তেকাল করসেন। পত্রপত্রিকায় এই নিউজ এসছে প্রধানত দুই ট্রিটমেন্টে; এক হচ্ছে করোনার ডেথট্রল এবং আর হচ্ছে স্বামীর মৃত্যুর ঠিক আটদিনের মাথায় স্ত্রীর প্রস্থান। দুইটাই ঠিক আছে ম্যে বি, কিন্তু দুইটার কোনোটাই ব্যক্তি প্রতিমাকে বিবৃত করে না। ব্যক্তি-ডিগ্রেইডিঙই বরং এই ট্রিটমেন্ট।
অবশ্য প্যান্ডেমিক টাইমে যারাই বিদায় নিতেসেন দুনিয়া থেকে, সেলেব্রিটি কি চুনোপুঁটি নির্বিশেষে, এই ডিগ্রেইডিঙের শিকার হতে হইতেসে সবাইরেই। শতবর্ষ-পারানো লোকেরেও প্রোপার ফিউনেরাল ট্রিট দিতে পারতেসি না আমরা। আনিসুজ্জামানরে পারি নাই, এটিএম শামসুজ্জামানরে যেমন, সুধীর চক্রবর্তী কি অলোকরঞ্জন দাশগুপ্ত বা শঙ্খ ঘোষ কাউরেই বিদায় জানাইতে যেয়ে আদবটা রাখতে পারি নাই।
শুধু কবিপত্নী হবার সুবাদেই তিনি নিউজ হতে পারেন, বলতেসি প্রতিমা ঘোষের কথা, তবে এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। প্রতিমা ঘোষ নিজে একজন লেখক, তবে এলেবেলে ফেসবুকে-লেখা স্টার রাইটার না। তাঁর দুইটা বই সিগ্নিফিক্যান্টলি বিউটিফ্যুল; একটার নাম ‘নয় বোনের বাড়ি’ এবং অন্যটা এই ‘আপনজন ক-জন কবি’। দ্বিতীয় বইটা গানপারে বইরিভিয়্যু বিভাগে পেয়ে এইখানে লেখকের ডেথনিউজ পাবার অব্যবহিত পরপরই রিশেয়ার করতেসি আমরা।
প্রতিমা ঘোষের আরও বইপত্তর আছে কি না তা জানি না। আন্দাজ করতেসি আছে। যেমন উনার বিব্লিয়োগ্র্যাফিতে দেখতেসি ‘স্মৃতির আলো’ ছাড়াও কয়েকটা বইয়ের খোঁজপাত্তা। ম্যাগাজিন ইত্যাদিতে লেখকের ইতস্তত আরও কিছু লেখা চোখে পড়সে ইয়াদ হয়। কিন্তু বই পড়সি উনার এই দুইখানই মাত্র। দুইটাই, কিছু বাক্য আগে বলসিও, সিগ্নিফিক্যান্টলি বিউটিফ্যুল।
কবিসাইত্যিক নন বা শাহবাগি-কাঁটাবনি ডিজ্যুস বইবড়াইয়ের বাইরে কেবলই বই পড়েন যারা, আনন্দ শব্দটার এসেন্স যারা পান জীবনযাপনে বই পড়ে বা না-পড়ে, তারা প্রতিমা ঘোষ একবার ট্রাই করেন।
গত ২৯ এপ্রিল ২০২১ অনলাইন পত্রপত্রিকায় নিউজ পাই উনি ইন্তেকাল করেসেন। উনার হাসব্যান্ড কড়ে-গোনা কয়দিন আগেই বিদায় নিলেন। কয়দিন আগে বলতে একহপ্তা আগে মাত্র। শঙ্খ-প্রতিমা ক্লাসমেইট ছিলেন য়্যুনিভার্সিটিজীবনে। একাধিক বই উৎসর্গ করসিলেন শঙ্খ উনার বউরে। ইভা ছিল মনেহয় উনার ডাকনাম। প্রথম কবিতাবই থেকে শুরু করে পরেও কয়েকটা বই ডেডিকেইট করসেন তিনি স্ত্রীরে। সেইভাবেই চিনতাম শঙ্খের কবিতা পড়তাম বলে। ঢের পরে এসে আবিষ্কার করি প্রতিমা নিজেও একজন চমৎকার লেখক, যেমন চমৎকার বুদ্ধদেব বসুর ওয়াইফ প্রতিভা বসু।
নবতিপর শঙ্খ ঘোষের পরিণীতা প্রতিমা ঘোষ ঊননব্বই। আহা! যায়, জীবন, চিরতরেই?
দ্রষ্টব্য / তন্নতন্ন গ্যুগল্ করে একটাও প্রতিমা ঘোষ প্রতিকৃতি পেলাম না যা কাভারব্যানারে ব্যবহার করা যায়। বিস্তর শঙ্খ ঘোষের ইমেইজের ভিড়ে হাজারে এক-দেড়টায় স্ত্রী প্রতিমারে পাওয়া যায় হাফ ফোটোগ্রাফ, বেটারহাফ বলা যায় রোম্যান্স করে। লেখক প্রতিমা ঘোষ কোথাও নাই, ইমেইজে কি ক্রিটিকে কোথাও, কবিবর নিশ্চয় স্ত্রীর লেখাজোখা নিয়া আলাপ করসেন কোথাও, পড়তে সাধ হয়।
লেখা : সুবিনয় ইসলাম
… …
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS