ফরিদা পারভীন : মিলনে, বিরহে, সংকটে || শিবু কুমার শীল

ফরিদা পারভীন : মিলনে, বিরহে, সংকটে || শিবু কুমার শীল

শেয়ার করুন:

আমাদের ছেলেবেলায় ফরিদা পারভীন ছিল অন্য অনেক কিছুর মতোই প্রাত্যহিক শ্রুতিতে। পাশের বাসার রেডিও কিংবা বিকেলের বিটিভির অনুষ্ঠান কোথাও না কোথাও তিনি বেজে চলেছেন। আমরা তাঁর কণ্ঠের অতল গভীর সুর শুনে শুনে কখনো ঘুমিয়ে গেছি অথবা প্রভাতী অনুষ্ঠানে তাঁর কণ্ঠে আমাদের সূর্য উঠত, সকাল হতো। সকালের টুথব্রাশ আর স্কুলের ব্যাগ নিয়ে নিয়মমাফিক আমাদের ধুলোর পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছে যাওয়া।

সেসময় ফরিদা পারভীন কেবল লালন গাইছেন তা নয়, ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীতটে’…এই সুর শুনতে পেতাম পথেপ্রান্তরে চলমান রিকশার ট্রানজিস্টারে। মায়েরা কাজ করছেন বাবারা পত্রিকা পড়ছেন আর শিশুদের কোলাহল এরই মাঝে বহতা নদীর ব্যথার কথন যেমন শুনতে পেতাম তেমনি মরমী আধ্যাত্মবাদের দেহাতি সুর আমাদের চুপ করিয়ে দিত। ‘বড় সংকটে পড়িয়া দয়াল বারে বারে ডাকি তোমায়’…।

আমাদের শিশুমনে তখন মৃত্যু এক অচেনা চৈতন্য। আমরা সেইসব গানের সাথে পশ্চিমের আকাশের চলন্তিকা মেঘ দেখে দেখে মুহূর্তকয়েক উদাস হতাম বৈকি। আর তখন বাবারা ডেকসেটে ক্যাসেটের বি পিঠ ঘুরিয়ে দিতেন। শুরু হতো আরেক অধ্যায় ‘জাত গেল জাত গেল বলে’, ‘হাপুর হুপুর ডুব পারিলে’…। আমরা তালি বাজিয়ে নেচে নেচে এসব সময়কে পার করে আজ পুরোনো কৌটায় ভরে রেখেছি।

ফরিদা পারভীন আমাদের লালনের স্কুল চিনিয়েছেন। আমাদের মাওলার কাছে নতজানু হতে শিখিয়েছেন। তিনি ধ্যানস্থ এক সহনাগরিক, বাউল না হয়েও বাউলের পৃথিবীর স্বপ্ন দেখতেন। তাঁর প্রয়াণে তাঁকে আমার শেষ প্রণতি জানাই। …ক্ষম ক্ষম অপরাধ!


শিবু কুমার শীল রচনারাশি
গানপারে লালন সাঁই
গানপারে ফরিদা পারভীন

শিবু কুমার শীল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you