ফিল্ডনোট

ফিল্ডনোট

সমস্ত ক্ষতের মুখে পলি
তোমারই তো কবিতাবইয়ের নাম;
যদিও নই একলব্য, তবু
দ্রোণাচার্য তোমায় মেনেছিলাম

তোমায় পেয়েছি বেদনায়
ভেষজের মতো স্বস্তিকর
বহুদূর দুরান্ত দরিয়ায়
বাতিঘরের পেয়েছি শিখর

পাঁজরে দাঁড়ের শব্দ, আর
কল্পদ্রুম পর্বতচূড়ায়
আমি জানি বিপুলা সংসার
মিলে যায় কাদায় ধুলায়

সমস্ত ক্ষতের মুখে পলি
তোমারই তো কবিতাভাষার চার্ম;
যদিও নই ফিল্ড-কম্যান্ডার, তবু
শঙ্খ ঘোষ, তোমায় সেলাম!

জাহেদ আহমদ

COMMENTS

error: