গানপার, আট বছর ওভার

গানপার, আট বছর ওভার

শেয়ার করুন:

গানপার নিয়া পাঠকের সাড়াশব্দ অতটা পাই না পাব্লিকলি, কিন্তু অল্প হলেও অবশ্য কোয়ালিটেইটিভ কিছু রেস্পন্স নিশ্চয় পাই; ইট’স্ ক্যুল, আমরা হ্যাপি; ওই অল্প সংবেদনের শুকরিয়া গাই। তিন নয় আড়াই নয়, এইট লং ইয়ার্স আমরা গানপার চালাই। কিছু তো অম্লমধুর অভিজ্ঞতা আমাদের হয়েছে এই লাইনে, সাইটচালনায়, সেইগুলা কালেক্টিভ টোনে অ্যালাইন আর্টিকুলেইট করে এখানকার গানপারঘাট শীর্ষক বিভাগে আর্কাইভ করে রাখতে চাই। ধাপে ধাপে। রেগ্যুলার নয়, ইরেগ্যুলার্লি। কিছু আশকথা-পাশকথা। তারই নিকট ঘেঁষে একটু সময়। ট্রেন্ড। দ্রুত পরিবর্তমান। অনুমান অসাধ্য নয় কি বলতে চাইছি, ডিজিটাল বাংলাদেশের গতিপ্রকৃতি, নিশ্চয় আঁচ করতে পেরেছেন সদাশয় পাঠকবর্গ। তবু এই প্রসঙ্গ নিয়া, আর ব্লগজমানার পরবর্তী কিছু উল্লেখযোগ্য ‘পরিবর্তন’ নিয়া, আমরা আরও কথা বলতে চাই আপনাদের সঙ্গে। এত বিস্তারে লিখতে হবে যে এ-মুহূর্তে তা চাইছি না।


২.

গানপার আসলেই লিটলম্যাগের টেম্পারামেন্ট নিয়া চালানোর জন্য শুরু করা হয়েছিল। দরকার না-হলে পারতপক্ষে দেখবেন ছবি ব্যবহারও করতে চাই না আমরা, লেখার ভিতরে, কেবল এই লিটলম্যাগলগ্নতার কারণে। একদিন কেউ-না-কেউ বুঝবেই বিশ্বাস করি যে এরা কেন ফ্রি পিকচার ব্যবহার করার অবারিত সুবিধার ধুন্দুমার দিনেও এত কার্পণ্য করে সাজসজ্জায়। লেখা ব্যাহত হয়, অবনমিত হয়, খামাখা ছবির ব্যবহারে। স্রেফ টেক্সচুয়াল প্রেজেন্টেশন দিয়া আগেকার দিনের ছোটকাগজগুলায় যেভাবে পাতা সাজানো হতো, কোনো ছবি ইমেইজ ব্যবহার না করে, তাতে যে একটা আদল ফুটে উঠত লৈখিক সুন্দরতার, গানপার ওই লিখিত অক্ষরকেন্দ্রী বিউটি ট্রিগার করতে চেয়েছে আগাগোড়া।


৩.

গানপার নিয়া সাক্ষাতে এবং ফোনে শাহবাগ ও অন্যান্য ডিস্ট্রিক্টের বন্ধুস্থানীয় কবিসাহিত্যিকেরা ভালো ভালো উৎসাহব্যঞ্জক কথা বলে থাকেন অবশ্য। সংগীতভুবনে ব্যান্ডমিউজিশিয়্যানদের মধ্যে কেউ কেউ ও আরও যারা প্রায়শ বিভিন্ন ইনফর্মাল আলাপে আড্ডায় প্রেইজ করেন এবং পরে সেইসব আড্ডার কেউ কেউ আমাদেরে জানায়া থাকেন। এছাড়া ব্যক্তিগত সংযোগ গড়ে তুলেছেন গানপার প্রকাশের পর থেকে এর পেইজগুলার মাধ্যমে এমন আছেন অনেকেই। কিন্তু প্রকাশ্য দিবালোকে এই সাইটের সোশ্যাল পেইজগুলায় এখনও অডিয়েন্স রিচ করার প্রমাণ অত্যন্ত অপ্রতুল বললেও কোমল বলা হয়। যেটুকু আছে, লাইকার ফলোয়ার মিলায়ে, এইগুলাই মরুদ্যান। শুকরিয়া আদায়ের ভাষা হাতড়াই। কিন্তু, প্রশ্ন রয় একটাই, লাইকার ফলোয়ারের বাইরে কি রিডার নাই?


৪.

গানপার থেকে চেয়েছিলাম গসিপ ইত্যাদি পাপারাৎসি বিষয়াদি নিয়া দশাসই নিবন্ধপ্রবন্ধ প্রোমোট করতে। একহাতে বেশি পারা যায় না। গানপারের পাতায় নানান সময়ে দেশিবিদেশি নায়িকাদেরে নিয়া পাঠক-আকর্ষক নিবন্ধাদি নিজেরাই লিখে বেনামে ছেপেছি কেবল এইদিকটায় লেখকদেরকে অ্যাট্র্যাক্ট করবার জন্যে। পারিনি। এখনও পারিনি। এই লিঙ্কটায় এবং এর পাতায় পাতায় দেখবেন দেশি হিরোইনদের নিয়া আলাপগুলায় লেখকদেরকে এইভাবে কিছু লেখাপত্র তৈয়ার করার দিকে উদ্বুদ্ধ করতে চেয়েছি গোপনে। কেবল কবিতা আর গল্প লেখা ছাড়া বাকি যা-কিছু তা টাইমপাস বলে মনে করি আমরা, সাহিত্য নয় ভাবি, বোধহয়। কী জানি, হয়তো, হতে পারে।


৫.

চেয়েছিলাম, ধরা যাক, রোলিংস্টোন বা হলিউডরিপোর্ট পত্রিকাগুলায় যেমন সোশিয়োকালচারাল ফেনোমেনা নিয়া আলাপ করা হয়, তেমন আলাপে উপচে উঠবে গানপার। অথচ এখনও লোকে এর নামের কারণেই মনে করে এইটা গানের পত্রিকা। আর কিছু নয়, ভাবে লোকে, এইটা খালি মিউজিকের পত্রিকা। তা নয়, তা আদি থেকেই নয়। এই লিঙ্কে বেশকিছু কথায় গানপারের প্রাথমিক চিন্তাভাবনা পাওয়া যাবে, যদিও লোকজন নাম শুনেই সাহিত্য বিচার করে। এবং কবিতা ছাপি না বলে ভাবে এইটা কামের গোঁসাই না। যদিও আমরা কবিতা ছাপি, কিন্তু ওইসব কবিতা যেন হয় গান-সিনেমা ইত্যাদির রেফ্রেন্সেস সম্বলিত অথবা আটপৌরে কাব্যাবেগের বাইরের কিছু। গল্পও তেমনই হলে ছাপতে বাধা নাই। ইশিগুরুর গল্প অনুবাদ করে ছাপতে চেয়েছিলাম উনি নোবেল পাবার পর, প্রসঙ্গত উল্লেখ্য, উনার কিছু গল্পে এবং কথাবার্তায় উনার মিউজিশিয়্যান সত্তা উঠে এসেছে। এমন আরও অনেকেই আছেন কিন্তু, আপনারা আরও ভালো জানেন। ইশিগুরুর হাফডান হয়া থাকা লেখা আর শেষই করতে পারলাম না আমরা। নানান ঝুটঝামেলায় দিন যায় বছর গড়ায়।


৬.

আমরা চেয়েছিলাম রাজনীতি ও ধর্ম ও জীবনযাপন ইত্যাদি নিয়া বিনোদনসাহিত্যের আদলে কড়া কথাগুলো বলতে পারবে লোকে, একজন অভিনয়শিল্পী কিংবা ধরা যাক নায়িকা যেমন শাবানার ধর্ম-হিজাব ইত্যাদি নিয়া আলাপ উঠিয়ে এদেশের উচ্চাসীন শ্রেণির মানুষের মনোজগৎ ও মবসাইকোলোজি নিয়া আলাপ চালানো সহজ হবে। লেখকের নিজের রাজনীতিক পজিশনটা আস্তিক্য-নাস্তিক্য সংক্রান্ত ব্লগডামাডোলের পরে এই কিসিমে ক্যামোফ্ল্যাজ নিয়া করার একটা জায়গা হোক চেয়েছিলাম, রাষ্ট্র ও পোলাপানদের না-গিড়ায়া আমাদের মতো বুড়াদের চিন্তাগত পজিশন ক্লিয়ার রাখবার একটা জায়গা গানপার হতে পারত, অবশ্য, লেখকদের লাইকসিকিং লেখাপত্র মুসাবিদার বদঅভ্যাসটা বাদ দেওয়াতে পারলে।


৭.

গান নিয়া ‘কুদরত রঙ্গিবিরঙ্গি’-র মতো, বলা বাহুল্য উদাহরণ হিশেবে বলতেসি, লিটারেচার গড়ে তোলা খুবই সম্ভব ছিল গানপারে। বাংলাদেশের প্রত্যেক লেখক জীবনে একটা গানবিষয়ক নিবন্ধ লিখলে কালকেই কয়েক লক্ষ লিটারেচার হয়ে যায়। তেমনি সিনেমা বা আর যা-কিছু। রক/ব্যান্ড নিয়া গালগল্পের প্রচুর লেখা হতে পারত। অথচ লোকে লিখলেই খালি জেমসভাই আর বাচ্চুভাই আর মাকসুদভাই আর হামিনভাই শাফিনভাই কমলভাই লেখে বাক্যে বাক্যে। এইগুলাও কালেভদ্রে হয় এখন। ব্লগে এসব প্রচুর হয়েছে পেটের পীড়ার মতো। স্বীকার করব যে সংগীত নিয়া আলাপ করবার ক্ষমতা আমাদের বা বাংলাদেশের মানুষদের নাই বিশেষ, কবীর সুমন এই আক্ষেপ তো করবেনই, কিন্তু গান গাওয়ার পরের ঘটনাবলি নিয়া আলাপ তো হতে পারে। সেক্ষেত্রে চারপাশটা ক্যাপচার করা যায় সহজেই। কিন্তু কোই নেহি মিলা।


৮.

আমাদের হয়েছে এক না-ঘর না-ঘাট অবস্থা। লোকে চেনে, ভালো রচনার আর সুন্দর সাইটের তকমাও দেয়, সিরিয়াস বলিয়া তেলায়, কিন্তু মন্দ-ভালো কিছুই বলে না আমাদের লিখিত প্রসঙ্গগুলি প্রকাশিত পোস্টগুলি নিয়া। কারণ, মনে হয়, দিঘল হবার দরুণ এরা মানে বেশিরভাগ ‘বোদ্ধা’ পাঠকেরা আমাদের লেখা বেশিদূর পড়ে না। ফলে কথা বলে বিপদে পড়তে চায় না ভুলবোঝাবুঝির। গানপার এইজন্যেই, আমাদের স্বভাবের কারণেই, বিশেষ কল্কে পেলো না রাইটার সিন্ডিকেটে। রিডাররা তো আরও দূরের কথা।


৯.

গানপারে লক্ষ করবেন অনেক বিভাগ নামে নাই, কিন্তু সেইসব অনুল্লেখিত বিভাগের রচনাদি ঠিকই ছাপা হয়। আন্ডার কাভার। যেমন উপন্যাস, গল্প, কবিতা। যেমন ঔপন্যাসিক, গল্পকার ও কবিদের নিয়া আলোচনা। বা আরও অনেককিছু। অথচ গল্পভাবনা, কবিতাভাবনা নামযুক্ত কোনো ফোল্ডার আমরা রাখি নাই। ইচ্ছাকৃত। সমস্যা হচ্ছে যে বিভাগ খুলে বসে থাকব অথচ আমি আর আপনি ছাড়া সেখানে কেউই লিখবে না। বা, যা লেখাপত্র শুধুই বিভাগ পূরণের জন্য গৃহীত হয় তা তো অকথ্য আবর্জনা। কাজেই, বিভাগ ঘোষণা না দিয়াই আমরা তারচে বরং চুরিচুরি চুপকেচুপকে কন্টেন্ট বাড়াতে এখন আগের চেয়ে বেশি মনোযোগী।


১০.

দৈনিক পত্রিকাগুলোর মধ্যে এমনকি শীর্ষ সারির দৈনিক বলে প্রচারিত পত্রিকাটারও প্রুফপ্রমাদ নিয়া আমরা গত কয়েক বছর ধরে খেয়াল করছি অতিকায় সমস্ত অনবধানতা। প্রতিদিনই। তার মানে এখন কথিত ওই শীর্ষদৈনিকের শীর্ষসম্পাদকটি বৃদ্ধবুড়া হওয়ায় তরুণ কবি (দ্বিতীয় কন্সার্ন হিশেবে তারা সাংবাদিক) কাজেকামে ফাঁকি দিতেসেন। নির্ঘাৎ। এই পত্রিকাটা জায়ান্ট একটা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সহায়তা সংগঠন হয়ে উঠল চউখের সামনে। এরা মিডিয়াপার্টনার্শিপের যেই সিলসিলা গড়ে তুলেছে, এর ফলে সাংবাদিকতা কম্প্রোমাইজড হতে বাধ্য। হচ্ছেও তাই খিয়াল করি। মিডিয়াপার্টনারের পিঠপাছা ঢাকা রাখবার সাংবাদিকতা। জার্নালিজমের এথিক্স থেকে এইগুলা আলাপে তোলা দরকার। এই আলাপগুলা আমরা করতে চাই আপনাদের লগে মিলে। কেউ পড়ুক না-পড়ুক। সতর্ক প্রুফদেখা ছাড়া গানপারে একটা লাইনও প্রকাশিত হয় না। তার মানে, এই একটাই কারণ, যে-কারণে একজন লেখক গানপারে লেখা দেবেন অথবা না, গানপারে একটা লাইনও না-দেখে ছাপা হয় না। আপনার রচনার যদি একটা পাঠক চান যে আগাগোড়া আপনার রচনাটা পড়ে যাবে, টাইপো ও অন্যান্য অনবধানতা কারেকশন করবে, সেই পাঠকটা গানপার। আপনার হাজারটা পাঠক যদি থাকে, সেক্ষেত্রে সেলেব আপনি, গানপার আপনার জন্য অত ম্যাটার করে না।

গানপার, মননাশ্রয়ী বিনোদনের সৃজনসম্ভার, অপেক্ষায় রইল আপনার দেখাশোনা আর আপনার রচনার।

২৩ অগাস্ট ২০২৫


গানপারঘাট

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you