ইরফান || কাজল দাস

ইরফান || কাজল দাস

জয়পুরের কোনো-এক ব্যর্থ যুবরাজ
ততদিনে জেনে গেছে হাসি তার যাদু নয়
পানশালার উৎসাহীদের ভিড়ে তারে আর
চোখে পড়ে না কারো সম্মোহনী ঠারে

তবু তার ছিল প্রশস্ত চোয়াল আর দুর্মর জেদ

মাটি খুঁড়ে খুঁড়ে লিখে গেছে সে প্রস্তরশিলালিপি
যদি তারে কোনোদিন কেউ এসে খোঁজ করে
তার হাসির মতো আপন করে বোনে যদি ভাষা
নামটা আপন করে যদি কারো মেটে পিপাসা!
২৯.০৪.২০২১


কাজল দাস রচনারাশি
অভিনয়শিল্পী ইরফান / গানপার আর্কাইভ থেকে

COMMENTS

error: