বিবিরপুকুরপাড়। বিএম কলেজ। কীর্তনখোলা পার্ক ফিশারিজ।
নব্বই দশক পরবর্তী সময়ের কবি অভিজিৎ দাস, তুহিন দাস, নাজমুল শামীম। কবিতা, ছোটকাগজকেন্দ্রিক আড্ডা আলোচনায় তুমুল সময় কাটিয়েছে শহর বরিশালে।
আমরা যারা লিটল ম্যাগ-ট্যাগ করছি। অন্য কোনো উদ্দেশ্য নেই। শুধু অন্যের লেখা পড়তে চাই। নিরন্তর পড়া, বোঝা এবং লিখে নিজেকে বোঝানো। কারণ এই যে, অনেক অনেক প্রতিভাবান তরুণ কবি বই না করে, প্রকাশিত না হয়েই লিটলম্যাগে বেঁচে থাকে, মরে যায়। মোট কথা ঐ লেখকের বিস্ময়কর কবিতাটি সবার আগে পড়ে, তার স্বাদ নিয়ে পৃথিবী থেকে মরে যেতে চাই।…
(সম্পাদকীয় / জীবনানন্দ, ৪ বর্ষ ৮ সংখ্যা, ১ মে ’৯৬; বরিশাল)
কবি হেনরী স্বপন-এর সম্পাদনায় বরিশাল থেকে বের হতো ছোটকাগজ জীবনানন্দ। বরিশাল থেকে বেশ কয়েকজন সম্পাদক নতুন কবিতার স্বপ্নে নানা প্রতিকূলতার মধ্যেও সম্পাদনা করেছেন ছোটকাগজ : ধ্রুবতারা, আরণ্যক, আগুনমুখা, কংক্রিট, কাঁটাতার, শূন্যমাতাল, ক্যাম্পে।
এবং কবিতা হায়! বহুদূরে একা একা পথ হাঁটিতেছে কবিকে কেটে কবি থেকে পালিয়ে। আমরা সেই পলাতক কবিতাকে সামনে এনে কবিতাকে বুঝতে চাই — পান করতে চাই তার বিষ। কবি কাটা পড়ে থাক। জেগে উঠুক কবিতা। আত্মমৈথুনে কবিতা নিজেই ঘোষণা করুক নিজের পরিণাম। কবিতা কবিকে মুছে ফেলে মন্ত্র হয়ে উঠবে…আমাদের শরীর বাঁকানো বমি…এই বোধ ধ্রুবতারায় নক্ষত্র হয়ে থাক।
(সম্পাদকীয় / ধ্রুবতারা, ৬ বছর ৯ সংখ্যা জুন ২০০৪; বরিশাল)
শূন্যদশক-এর ‘ছোটকাগজ ও কবিআড্ডা’-র এক কাব্যযোগাযোগ থাকবে বইমেলায় প্রকাশিতব্য উল্লেখ-এ।
জানুয়ারি ২০১৪
গানপারে ম্যাগাজিনরিভিয়্যু
গানপারে বইরিভিয়্যু
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS