কথাফুল অথবা ফুটন্ত ম্যাক্সিম ৬ || জয়দেব কর

কথাফুল অথবা ফুটন্ত ম্যাক্সিম ৬ || জয়দেব কর

শেয়ার করুন:


কেউ কারও ছোট নয়। কেউ কারও বড় নয়। কেউ কারও সমানও নয়। সবাই যার যার মতো তার আপন ভাবনার সমান।


সত্য বোলো না। সত্য ঈশ্বরকেও নগ্ন করে দেয়।


সমাজ-রাষ্ট্রে নাগরিকদের যৌনজীবন আধুনিক মনোবিজ্ঞান ও যৌনবিজ্ঞানকে পাশ কাটিয়ে ধর্মীয় যৌনচিন্তার আলোকে চালাতে বাধ্য করলে ধর্ষণকে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতাই করা হয়। রাষ্ট্রের সমাজের অনগ্রসর চিন্তাকে খুব শক্তহাতে ধ্বংস করে সেবকসম্রাটের মতো প্রাগ্রসর চিন্তার পরিচর্যা করা অবশ্যকর্তব্য।


উগ্রতা আর কোনও বিশেষ অঞ্চলের সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা। শক্তি আর পুঁজির সাধনায় মত্ত ব্যবস্থাপনার হাতে জিম্মি পৃথিবীর হাওয়া দিনদিন আরও বিষময় উঠবে যদি-না মানুষকেন্দ্রিক চিন্তায় পৃথিবীর তাবৎ মানুষ উচ্চকণ্ঠ না হয়!


পরকাল নেই বললেই যারা তেড়ে আসে তারা চূড়ান্ত ইহকালবাদী। পরকালের বিচার মানলে তেড়ে আসত না ষাঁড়ের মতো।


পদে পদে ধর্ষক, বাঞ্চোত, খুনী, শোষকের আনাগোনা। কিন্তু শালার ধর্মগুলোতেই এরা জীবিত, আর এদের মধ্যেই ওই ধর্মগুলো জীবিত।


সক্রেটিস আমার কাছে যেমন, তেমন বুদ্ধও। মানুষ হিসেবে আমার ভালোলাগা, মন্দলাগা এবং প্রকাশভঙ্গি আমার মতোই। আপনার মতো হতে যাবে কোন দুঃখে? সক্রেটিস যেমন কারও পৈতৃক সম্পত্তি নন ঠিক বুদ্ধও তেমনই সকল মানুষের। আমার কবিতায়, আমার প্রতিবাদে, আমার মননে তারা যে-কোনওভাবে উপস্থিত হতে পারেন। যাদের সেই অনুভূতি হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই তারা আজেবাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং নিজ দায়িত্বে কেটে পড়ুন। আমি আপনাকে বা আপনাদের টেনে এনে দেখাতে লাগাইনি। সারকে অসার ভেবে মন্তব্য করা সহজ। সারকে সার হিসেবে চেনা তত সহজ নয়। এর জন্য চাই প্রজ্ঞা। লেবাস পরলে যাজক হওয়া যায় প্রজ্ঞাবান নয়।


ধর্মযাজকগুলো অধিকাংশই অবিকশিত। কারণ এরা সংস্কৃতিবর্জিত। সংস্কৃতিবর্জিত এই নরবানরগুলোর আস্ফালন সুস্থ জনতা ও শাসক কখনওই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের দেশে এরা পূজিত।


যখন জয়লাভ করি তখন সকলে একসাথে জয়লাভ করি। যখন পরাজিত হই তখন প্রত্যেকে আলাদা আলাদা পরাজিত হই।


লাশের পাশে মানুষকে খুব বিশ্রী দেখায়!


শাস্ত্রের কেন্দ্র নিয়ম। প্রেমের কেন্দ্র নীতি। নিয়ম বন্দি করে। নীতি করে মুক্ত। মুর্খ সমাজরাষ্ট্র নিয়মের উপপত্নী।


প্রেম যখন ধর্ম হয়ে ওঠে তখন সংস্কৃতি মূর্ত হয় মননে ও যাপনে। ক্ষমা ও ধৈর্য হারাবে না, যদি তুমি প্রেমকে ধর্ম বলে মানো ও জানো।


কথাফুল অথবা ফুটন্ত ম্যাক্সিম পর্বগুলো
জয়দেব কর রচনারাশি
গানপার সদুক্তিনিচয়

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you