মিতা হক বাংলাদেশের রবীন্দ্রগানে অনন্য। তার আশেপাশে কেউ নেই। একান্ত আমার বিচার। তার বাচন, গায়ন, সুরের প্রক্ষেপণ সর্বোপরি একটা পরিমিতবোধ আছে অন্যদের বেলায় সেসব কমই দেখতে পাই। আর আজকাল মানে আমাদের যুগেই বিশেষ করে দেখা গেছে ধ্রুপদী গান গাইবার ফাঁকে ফাঁকে খানিকটা গলা সেধে নেয়া। এর একটা কৌতুকময় ব্যাখ্যা দিয়েছিলেন কবীর সুমন সেটি হলো গানের মাঝে মাঝে বুকডন। সে যা-ই হোক মিতা হকের পরম্পরা দেখতে পাই না বাংলাদেশের রবীন্দ্রগানে। তবে অনেকেই গাইছেন তাদের সকলের চেষ্টার প্রতি সম্মান জানিয়েই কথাগুলো বললাম।
পরম্পরার ব্যাপারে এভাবে এক-কথায় হয়তো বলা যাবে না কিন্তু আমাদের এখানে ট্যাগোরগীতি মানেই ভীষণ প্রাচীন ভাবধারার। নিশ্চয়ই এই ধারা শান্তিনিকেতনের একটা নির্দিষ্ট স্কুলেরই যাদের বিরুদ্ধে দেবব্রত বিশ্বাসদের লড়াই করতে হয়েছিল। সাম্প্রতিক সময়ে অর্ণবদা সাহানা বাজপেয়ির যুগলবন্দীটা আধুনিক একটা ছাপ রেখেছে রবীন্দ্রপরিবেশনায়। সেটারও পরম্পরা দেখি না বরং নকলনবিশিই চোখে পড়ে।
মিতা হক : শেষ প্রণাম
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
- টুকটাক সদালাপ ২১ - August 13, 2025
- টুকটাক সদালাপ ২০ - August 4, 2025
- টুকটাক সদালাপ ১৯ - June 24, 2025
COMMENTS