Maareesan/মারিসান। হিন্দু পুরাণের কাছাকাছি এক নাম মারিছ বা মারিচ। রামায়ণে মারিচ রাবণের মামা, সে ছিল ছদ্মবেশী চরিত্রদের মাস্টার। হরিণের রূপ ধারণ করে মারিচ সীতাকে অপহরণে সাহায্য করেছিল এবং বেঁধেছিল লঙ্কাকাণ্ড। সম্ভবত এরকমই এক ছদ্মবেশীর গল্প এই তামিল সিনেমা Maareesan. পরিচালক Sudheesh Sankar, চিত্রনাট্য V. Krishna Moorthy, প্রধান দুই অভিনেতা : Fahadh Faasil এবং Vadivelu.
এক কমেডি গল্প ধীরে ধীরে হয়ে ওঠে থ্রিলার। সাধারণ দুটি চরিত্র কিছু দুর্বলতা সত্ত্বেও আকর্ষণ করে, শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ কমেডির প্যারালাল এক গভীর মোরাল থিম আছে মারিসান সিনেমাটার।
আমজাদ সুজন ৩০ আগস্ট ২০২৫
গানপার ম্যুভিরিভিয়্যু
Latest posts by গানপার (see all)
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025
- লোককবি মনির নূরী ও তাঁর গান || জফির সেতু - November 19, 2025
- উপন্যাসে শহুরে জীবনের ক্লান্তি ও বিপন্নতার বোধ || হারুন আহমেদ - November 16, 2025

COMMENTS