পৃথিবীর প্রতিটি মানুষই বিচিত্র। লক্ষকোটি বছরের পুরনো গ্রহের মতোই সবাই নিঃসঙ্গ, আলাদা ও একা। তবুও আমরা মনের মিল নামক এক কাল্পনিক জিনিস খুঁজে হয়রান হয়ে যাচ্ছি প্রতিনিয়ত।
প্রতিদিনের বাজার ও সমাজ ব্যবস্থা থেকে উৎপাদিত ও উৎসারিত কিছু দ্রব্য, ভাব, ভাষা ও জিনিসপাতি ক্রয় করে বা বিনিময় করে ধরে নেই যে মানুষে মানুষে মিল আছে।
আদতে মিল বলতে যা ধরে নিচ্ছি তা মিলিত হবার চেষ্টামাত্র। মানুষে মানুষে পার্থক্যটা মায়ের জন্মদানের নিঃসঙ্গ যাত্রা আর মৃত্যুযাত্রার মতোই আলাদা।
Latest posts by গানপার (see all)
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS