মানুষের মিলমিথ || কাজল দাস

মানুষের মিলমিথ || কাজল দাস

পৃথিবীর প্রতিটি মানুষই বিচিত্র। লক্ষকোটি বছরের পুরনো গ্রহের মতোই সবাই নিঃসঙ্গ, আলাদা ও একা। তবুও আমরা মনের মিল নামক এক কাল্পনিক জিনিস খুঁজে হয়রান হয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

প্রতিদিনের বাজার ও সমাজ ব্যবস্থা থেকে উৎপাদিত ও উৎসারিত কিছু দ্রব্য, ভাব, ভাষা ও জিনিসপাতি ক্রয় করে বা বিনিময় করে ধরে নেই যে মানুষে মানুষে মিল আছে।

আদতে মিল বলতে যা ধরে নিচ্ছি তা মিলিত হবার চেষ্টামাত্র। মানুষে মানুষে পার্থক্যটা মায়ের জন্মদানের নিঃসঙ্গ যাত্রা আর মৃত্যুযাত্রার মতোই আলাদা।


কাজল দাস রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you