নীলুফার ও নজরুল

নীলুফার ও নজরুল

শেয়ার করুন:

কাঁদিতে এসেছি একা বিদায়নদীর কূলে …

 

কিছুই তো জানি না হে, এই হৃদিকিড়িমিড়ি দিগ্গজদের স্কুলে—
যেনবা আসিয়া গিয়াছি আকস্মিকের ভুলে

দ্যেয়ার্ফোর, ক্রন্দন ছাড়া করার কিছু নাই এ-দীনের

তাই বলে ক্রন্দন কভু করিনাকো গ্লোরিফাই
কিন্তু করিব কী-আর এছাড়া—আবার জিগাই

আমার সময় শীত আর শিশিরের
করতলগত
গনগনে প্লেটো ও সক্রেটিসের ভিড়ে আমি ভীষণ তোতলা ও থতমত

কাঁদিতে দাও, সখা, আমি ক্রন্দনে চৈতন্য
প্রণাম পৃথিবী, দিন ও রজনী, তিতিরমাতার মমতায় আমি ধন্য

শুকরিয়া, অয়ি হৃদিকামাধুরী, কান্নায় দিও না তা-বলে কান
শুধু কোনো-এক কর্নারে, একটি নমস্কারে, প্রিয়
কাঁদিবার তরে দিও মোরে ওগো একটুকু সম্মান

আমার বলতে এই-যে একটু ফোঁটা পরিমাণ
কান্নার গান

তুমি যুগ যুগ জিয়ো


অবশেষে এই বয়সে এসে পেয়েছি একটা কাঁদিবার নদীবক্ষ
নদীটির রঙ লাল
বিলম্ব ন-দোষায়—এইবেলা খুলি হাল, তুলি পাল
লালজল নদীকূলে একখানা কান্নামগ্ন পত্ররিক্ত বয়সী বিরিক্ষ…

জাহেদ আহমদ ২০১৩

শেয়ার করুন:
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you