প্লিজ হেল্প মি আউট! || ইমরুল হাসান

প্লিজ হেল্প মি আউট! || ইমরুল হাসান

‘কালিকাপ্রসাদে গেলে আমি যা যা দেখতে পাবো’ বইটার সেকেন্ড এডিশন করবো ভাবতেছিলাম, গতবছর থিকাই। নতুন কবিতার বই-ই টাকা ছাড়া তেমন কেউ ছাপাইতে চায় না (মানে, আমার পরিচিত কেউ), এই কারণে ভাবলাম নিজের টাকা দিয়াই ছাপাবো। খুঁজলে পাওয়া যাবে এইরকম একটা ঠিকানা ত দরকার, প্রেস-টেসে যোগাযোগ করা এইসব পেইন ত আছে। প্রথমবার (২০০৫-এ) যেহেতু সাম্যদার দোকানের নাম (জনান্তিক) দিয়া করছিলাম, এইবারও ভাবলাম যে উনারেই বলি। হয়তো ছোটভাই, এই কারণে না করেন নাই। কিছু পেইন নিতে হইলো আর কি – প্রুফ দেখা, ট্রেসিং বাইর করা, কাভার ঠিক কইরা দেয়া, পেইজ সেট-আপ দেইখা দেয়া। ঝামেলাই হইলো। যেহেতু প্রফেশনাল লোক না, যা হইলো ভালোকিছু হইলো না তেমন। তানিম, খেয়া, নঈমভাই, তুহিন অনেক হেল্প করছেন। কিন্তু এখন পড়ছি আরেকটা ঝামেলায়।

ছাপাইছি ত দুইশ কপি। প্রেসওলা-ও রাখতে চায় না, সাম্যদার দোকানেও জায়গা কম। শাহাদুজ্জামানের বই নাকি স্পেস দখল কইরা ফেলছে আমার বই-এর আগেই। ব্র্যাক নাকি অর্ডার দিয়া নিতে দেরি করতেছে। এই কারণে ভাবলাম আপনাদের হেল্প নেই। আপনারা মানে, মাঝেমধ্যে যারা আমার নোটে, স্ট্যাটাসে লাইক-টাইক দেন, তাদেরকে বলি যে, বইটা নিতে পারেন আপনারা, যদি বুকশেলফে বা বাসার ফ্লোরে যেইখানে বই রাখেন সেইখানে যদি জায়গা থাকে বা ধরেন, নীলক্ষেতে গিয়া বিশ টাকায় বেইচা দেয়ার মতো ধৈর্য্য থাকে তাইলেও নিতে পারেন। মানে, পড়া-ই লাগবো এইরকম কোনো শর্ত নাই। নিলেই হইলো। কাগজওলার কাছে না-বেচাটা বেটার। নতুন বই ত। খারাপ লাগবে একটু। কিন্তু নেয়ার পর আপনার জিনিস, আমার কোনো ক্লেইম নাই আর।

আবার এইটা যে ‘দান’ করতে চাই তাও না। আমি আসলে বিপদে পড়ছি, হেল্প চাই। বাজে কাজ একটা কইরা ফেলছি। ঠিক-করা দোকানে রাখার জায়গা নাই, প্রেসওলাও রাখতে চায় না। এখন আপনাদের নিজেদের স্পেসটা দিয়া যদি হেল্প করেন।

‘দান’ হিসাবে যদি ভাবা লাগে, তাইলে টাকা দিতে পারেন। তখন পুরা দাম দিলে ভালো, দুইশ পঁচিশ টাকা বই-য়ে লেখা, কমিশনের পরে একশ আশি টাকা রাখবে। দেয়াটা ম্যান্ডেটরি না, টাকা থাকলেই দিতে হবে, এইরকমও না। টাকা ছাড়া নিতে যদি খারাপ লাগে তখন দিতে পারেন।

এইরকম না যে, আমি ‘কপি-লেফট’ টাইপের কিছু করতে চাই, ফ্রি মানুষদেরকে দিতে চাই; আমার টাকা বেশি আছে… এইসবকিছু। আকাম একটা কইরা ফেলছি আর-কি। এখন মাফ চাইতেছি।

বইটা পাইতে হইলে আপনারে কষ্ট কইরা শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিচতলায় জনান্তিক-এ যাইতে হবে। ওইখানে গিয়া আমারে একটা ফোন করলে আমি বইলা দিবো। বা যদি ফেসবুকের মেসেজেও যদি বলেন, আমি সাম্যদারে দিয়া দোকানে যে থাকে তারে বইলা দিবো। একজনে এককপি কইরা নিলে ভালো বা দুইকপিও নিতে পারেন। আগামীকাল বিকাল থিকা জনান্তিক-এ থাকার কথা, বইটা।

অফার উইল বি ভ্যালিড টিল দ্য স্টক লাস্ট! কিন্তু সাম্যদাও মনেহয় বেশিদিন এই জঞ্জাল রাখতে চাইবেন না।

প্লিজ হেল্প মি আউট!

২.
এমনিতেও আমি অনেকরে বইটা দিতে চাই। যাদেরকে ট্যাগ করলাম এই নোটে। বা এর বাইরেও। পারসোনালি নাও দেখা হইতে পারে। এইজন্য বইলা রাখলাম।

২০১৪


ইমরুল হাসান রচনারাশি

COMMENTS

error: