‘নব রসে যাত্রা, পঞ্চ রসে অভিনেতা’ — এমন কথা চ্যাংড়া বয়সেই এমএসআর যাত্রাপালার রিহার্সেলঘরে নাচ-গান ও পাঠ গ্রহণকালে ডিরেক্টরের মুখে অনেক শুনেছি। কিন্তু তখন এসব কথার মর্মার্থ জানা হয়নি। রস, যাত্রা ও অভিনেতা এই তিনটি বিষয় কীভাবে, কোন নিয়মে এক হয়ে যাত্রার পূর্ণতা পায় তা জানার কিঞ্চিৎ প্রয়াস থেকেই মূলত একসময় যাত্রাপালা মঞ্চায়ন, পালায় অন্তর্নিহিত বিবেক ও অন্যান্য সংগীত সংগ্রহ আমাকে ভাবায়িত করেছে। তাই শুরু হয় যাত্রা নিয়ে ঘাঁটাঘাঁটি। বিশেষ করে ‘একটি পয়সা’ যাত্রবইয়ে হরিপুরনিবাসী গিরিন্দ্র সরকারের অভিনয়ের কথা মনে হইলে প্রাণ দেওয়ানা হইয়া যায়। আহ্! গ্রিনরুম থাক্যিয়া যখন গান টান দিলো — ‘ইডিয়েট ভগবান রিটায়ার্ড লাইফ তোমার’, তখন আসরের দর্শক-শ্রোতা সবাই বলাবলি করতে লাগল, — কই-গ, কই! কেলা-গ, কেলা গান ধরছে! তারপর যখন গিরিন্দ্রবাবু ধীরলয়ে হেঁটে হেঁটে গাইতে গাইতে মঞ্চে উঠল তখন সবাই বলাবলি করতে লাগল — বিবেক! বিবেক! আর সবাই বুঝল বিবেকপাঠ কারে কয়! যাত্রা কী জিনিস! তবুও মাইনশে কথায় কথায় কেন যে কয় — ‘যাত্রা শোনে ফাত্রা লোকে / কবি শোনে ভদ্রলোকে’ … তার কোনও মানে বুঝি না!
তারপরও মানুষ যাত্রাপাগল। যাত্রা শুধু অতি জনপ্রিয় লোকনাট্যধারাই নয়, এটি একটি জাতীয় নাট্যও বটে। যার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। জানা যায় অষ্টম ও নবম শতকে এদেশে পালা অভিনয়ের প্রচলন হয়। একসময় রাঢ়, বঙ্গ, সমতট, গৌড়, পুন্ড্র, চন্দ্রদীপ, হারিকেন ও শ্রীহট্ট সহ সমগ্র ভূখণ্ডে পালাগান বা কাহিনিকাব্য প্রচলিত ছিল। মূলত যাত্রা শব্দটি এসেছে ধর্মীয় বা কোনো উৎসব উপলক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে-গতি সেখান থেকেই। ‘যাত্রা’ শব্দটির অর্থ গমন করা। একসময় আমাদের দেশে শিবের গাজন, রামযাত্রা, কেষ্টযাত্রা ইত্যাদি পৌরাণিক কাহিনি প্রচলিত ছিল। মূলত ১৭০০ সালে যাত্রার বীজ বাংলায় ছড়িয়ে পড়ে। ১৯৪৭ সালের পর পাকিস্তানের কুনজরের ফলে পূর্ববঙ্গের পালাকারগণ পশ্চিমবঙ্গে চলে যান। আবার ১৯৭১ সালের পর এদেশে যাত্রাশিল্প নতুনভাবে গড়ে ওঠে। তবে ঢাকায় ১৮৬০ সালে যাত্রা প্রথম মঞ্চায়ন হয়। গবেষক মুনতাসীর মামুনের স্মৃতিকথা অনুযায়ী ‘সীতার বনবাস’ আমাদের দেশে ঢাকাস্থ প্রথম যাত্রা। তারপর ‘স্বপ্ন বিলাস’, ‘রাই উন্মাদিনী’, ‘বিচিত্র বিলাস’, ‘ধনকুণ্ডু’, ‘নৌকাকুণ্ডু’, ‘কোকিল সংবাদ’ ইত্যাদি।
আমাদের দেশে যাত্রার প্রাচীনত্ব ও তার উদ্ভব নিয়ে অমূল্যচরণ বিদ্যাভূষণের বক্তব্য এই যে, “বাংলাদেশে অনেক দিন হইতে অভিনয় হিসেবে যাত্রা চলিয়া আসিয়াছে। বস্তুত যাত্রা হইতেই আমাদের দেশে থিয়েটারের উৎপত্তি হইয়াছে বলিয়া আমার বিশ্বাস। যাত্রা নতুন জিনিস নয়, ইহার অস্তিত্ব প্রাচীনকাল হতেই আছে।” নাট্যগবেষক ডক্টর বৈদ্যনাথ শীলের মতে, “বাংলা নাট্যসাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করিতে হইলে সর্বপ্রথম যাত্রাসাহিত্যের আলোচনা করা প্রয়োজন। … ইংরেজি নাট্যসাহিত্যের প্রভাবে আমাদের বাংলা নাট্যসাহিত্য গড়িয়া উঠিয়াছে বটে; কিন্তু তার পূর্বে আমাদের এই বাংলাদেশ যাত্রা নামে এক প্রকার নিজস্ব জনপ্রিয় অভিনেয় সাহিত্য ছিল।” প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক রাজেন্দ্রলাল মিত্রের মতে শিশুরাম অধিকারী নবযাত্রার প্রবর্তক। মিত্রের রচনায় পাওয়া যায়, “গত বিংশতি বৎসরের মধ্য কবিদের সংখ্যা হ্রাস পাইয়াছে। তাহার ত্রিংশৎ বৎসর পূর্ব হইতে যাত্রা বিশেষ প্রচলিত হইয়া আসিয়াছে। পরশুরাম অধিকারী নামক এক ব্যক্তি কেঁদুলী গ্রামনিবাসী ব্রাহ্মণ যাত্রার গৌরব সম্পাদন করে।”
যাত্রা, থিয়েটার বা মঞ্চনাটক কিংবা লোকনাট্য বিষয়গুলি একই ধারায় হলেও তাদের সময়কালীন ও পরিবেশনায় সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে যেমন, যাত্রাসংলাপ হয় সুর ও মিউজিকের উপর। থিয়েটারডায়লগ হয় বাণীপ্রধান, যেখানে ডায়লগে পাইরেটি ওয়ার্ড থাকে না। মঞ্চনাটক একটি সেটে — যেমন, আঙিনায় বা বৈঠকখানায় কথোপকথনের মাধ্যমে উপস্থাপন হয়, যেখানে ডায়লগে পাইরেটি ওয়ার্ড থাকে। আর লোকনাট্য সাধারণত ঝুমুর ঢঙে গান ও সংলাপের মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ বলা যায় যাত্রাডায়লগ সুরপ্রধান, থিয়েটারডায়লগ বাণীপ্রধান, মঞ্চনাটক কথোপকথন এবং লোকনাট্য গান-ও-সংলাপপ্রধান।
ও-যে বাস্তু শকুন উঠছে মাথার গো
বসে যুক্তি দিচ্ছেন হাড়গেলা…
(সংক্ষেপিত)
তবে বিদেশী বণিকের গৌরব রবি
কভু হাতে আর পরো না।
জাগো গো ও জননী, ও ভগিনী
মোহের ঘুমে আর থেকো না
‘ইংরেজ ভারত ছাড়ো’,
‘বঙ্গভঙ্গ চলবে না’,
‘কার্জন নিপাত যাক’,
‘ফুলার বঙ্গ ছাড়ো’ … ইত্যাদি।
তোমরা এখনো ঘুমাও? এখনো ঘুমাও?
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে
লইয়ে কৃপাণ হও রে আগুয়ান
নিতে হয় মুকুন্দেরে নিও রে সঙ্গে।
ঘরের কাছে এসে গেছে স্বর্গে ওঠার মই।
২
একটি যাত্রাদল গঠন করতে একজন উদ্যোক্তা থাকেন, যাঁকে বলা হয় ‘মালিক’ বা ‘সরকার’। একটি “এ ক্লাস” প্রফেশনাল যাত্রা অপেরায় দীর্ঘ নয় মাসের প্রস্তুতি থাকে। তিন মাস রিহার্সেল। ছয় মাস পরিবেশনা। সাধারণত শ্রাবণ-ভাদ্র মাস থেকে চৈত্রমাস পযর্ন্ত যাত্রাকাল। তবে যাত্রাবিধি অনুযায়ী ষষ্ঠী দুর্গাপূজা থেকে বাসন্তী দশমী পর্যন্ত পরিবেশনের উত্তম সময়। এখানে উল্লেখ্য যে অপেরায় রাষ্টীয় দিবসে, বিশেষ করে একুশে ফেব্রুয়ারিতে যাত্রপালা পরিবেশন হয় না। এইদিন মঞ্চে দেশাত্মবোধক গান গেয়ে ভাষার প্রতি সন্মান জানানো হয়।সাধারণত গ্রামের স্বশিক্ষিতজন যাত্রার উত্তম শিল্পী। একটি “এ ক্লাস” অপেরায় শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা ও কর্মচারী সহ ১২০ থেকে ১৩০ জন পর্যন্ত প্রয়োজন হয়। বি ক্লাসে ৮০-৯০ জন। সি ক্লাস অপেরায় মূলত ঝুমুরপালা অধিক পরিবেশন হয়। তবে একটি এ-ক্লাস অপেরায় ডিরেক্টর, পুরুষ শিল্পী, মহিলা শিল্পী, নৃত্যশিল্পী, হেড ড্যান্সার সহ প্রায় বিশজন যন্ত্রী, ড্রেসম্যান, তিনজন ম্যানেজার, তিনজন প্রোমোটার, দুইজন মেকাপম্যান, ক্যাশিয়ার, লাইটিংম্যান, প্রচারক, বাবুর্চি, চাকর ও নানা সহযোগী সহ আরও অনেকেই যুক্ত থাকেন। অপেরায় প্রফেশনাল শিল্পীদের সন্মানী হিসেবে মোট চুক্তির উপর তিন অংশের এক অংশ অগ্রীম প্রদান করা হয়।পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক যাত্রাপালা ভালো ভালো অভিনেতা ও কলাকুশলী দ্বারা মঞ্চায়িত হয়। যাত্রার শুরুতে জাতীয় সংগীত বা দেশাত্মবোধক গান ভাব-ভক্তির সাথে গাওয়া হয়। তবে লোককাহিনিভিত্তিক যাত্রাপালায় ‘বন্দনা সংগীত’ গাওয়ার প্রচলন আছে, যেমন —
ও বন্দি প্রভু নিরাঞ্জন
দয়া করে পাঠালেন যিনি
এই ত্রি-ভুবন।
…
তারপরে বন্দনা করি গো
ও বন্দি সভায় যতজন
আশীষ নিবেন এই অধমের
পাই যেন চরণ।
…
পশ্চিমে বন্দনা করি গো
ও বন্দি ঠাকুর জগন্নাথ
জাত নাই বিচার নাইবাজারে বিকায় ভাত।
…
ও মা অন্য স্থানে যাও
দোহাই লাগে দেব ধর্মের
গণেশের মাথা খাও।
৩
১৯৮৭ সনের কথা। ‘কলঙ্কিনী বধু’ যাত্রাবই মঞ্চায়ন করব বলে গ্রামের আমরা বেশ ক’জন নওজোয়ান সিদ্ধান্ত নিই। দু-একজন ব্যতীত বেশিরভাগ অভিনেতাই নতুন। পাঠ নির্বাচন হলো আর্থিক (চাঁদার) সামর্থ্য অনুযায়ী। আমরা যারা প্রথমসারি আয়োজক ও দাতা তারা সবাই ভালো ভালো পাঠগুলো নিলাম কিন্তু শেষ অব্দি যাত্রা রিহার্সেলেই জমলো না। তাই মঞ্চায়নের ঠিক ক’দিন পূর্বে একজন প্রফেশনাল ডিরেক্টরের শরণাপন্ন হলাম। তিনি এসে পুনরায় যোগ্যতা-অনুযায়ী পাঠ নির্বাচন করে দিলেন। আমার পাঠ পরিবর্তন হলো। আমি পেলাম ‘হিমাদ্রি’ নামক চরিত্রের পাঠ। অর্থাৎ সাইডনায়ক থেকে ভিলেন চরিত্র হয়ে গেলাম। এভাবে সবার পাঠ চূড়ান্ত হলো, মঞ্চায়নের দিনক্ষণ ঠিক হলো। কিন্তু বিবেক চরিত্রের সংকট দেখা দিলো। বিবেক পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ছোটাছুটির শেষ নেই। শেষ অব্দি একজন পল্লিগীতিগায়ককে বিবেকের ভূমিকায় অভিনয় করার জন্য সাব্যস্ত করলাম। কিন্তু তাতেও কাজের কাজ হলো না। এখন উপায়!মঞ্চায়নের তারিখ পেছানো হলো। তারপর এলাকার বিশিষ্ট বিবেক অভিনেতা গিরিন্দ্রবাবুকে এনে তাঁর দেওয়া দিনক্ষণ অনুযায়ী যাত্রা মঞ্চায়ন হলো। তখন বুঝতে পেরেছিলাম বিবেকের কত কদর। অথচ অন্যান্য চরিত্রগুলোতে অভিনেতার অভাব নেই। রীতিমতো প্রতিযোগিতা চলে। আর বিবেকের পাঠ এলেই যত বিপর্যয়। তখন মনে মনে খুব জেদ উঠেছিল আমার, যদি গানের গলা থাকত তাহলে বিবেক হতাম। কিন্তু তা আর হলো না।
পরবর্তীকালে যতবার যাত্রা মঞ্চায়ন করেছি ততবারই কমবেশি বিবেক চরিত্র নিয়ে সংকটে পড়েছি। আর তখন থেকেই বিবেক নিয়ে ক্রাইসিসের একটা দাগ আমার প্রাণে লেগে গেল। দীর্ঘদিন তা বয়ে বেড়ানোর পর অবশেষে ২০০০-২০১৮ সাল পর্যন্ত আমি কেন্দুয়া, মদন, নেত্রকোনা, মোহনগঞ্জ এ-সকল এলাকায় ঘুরে বেশকিছু যাত্রাপালার বই সংগ্রহ করি। আমার সাথে ছিল স্নেহাস্পদ প্রাণকৃষ্ণ চৌধুরী। সেও এই সংগ্রহকে সাধুবাদ জানালো। বেশকিছু বই পড়ার পরে মনের দাগ থেকে একটা দায় অনুভব হলো। পাশাপাশি প্রাণকৃষ্ণের তাগাদা ও আন্তরিক সহযোগিতা। তাই সিদ্ধান্ত নেই যাত্রা ও বিবেক সংগীত নিয়ে কাজ করার।
অবশেষে করোনাকালে ঘরে বসে থাকার সময়টা কাজে লাগালাম। হাতের কাছে অনেক অনেক যাত্রাবই। ফলে কাজটা এতটা কঠিন মনে হলো না। তবে গান নির্বাচন করতে গিয়ে দেখলাম অন্যান্য গীতিকারের গানগুলো পালাকার তাঁর যাত্রাপালায় ব্যবহার করেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথ-নজরুল সহ অনেকের রচনা, যেমন —
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
পাগল হাওয়ায় বুঝতে নারে,
ডাক পড়েছে কোথায় তারে,
ফুলের বনে যার কাছে যাই তারেই লাগে ভালো।
(যাত্রাপালা, সাত পাকে বাঁধা, রঞ্জন দেবনাথ)
বিবেক চরিত্রটি বেশিরভাগ ক্ষেত্রেই ‘পাগল’, ‘দরবেশ’, ‘মুসাফির’, ‘যাযাবর’, ‘সন্ন্যাসী’ কিংবা দূত রূপে যাত্রাপালায় আবির্ভূত হয়। যেখানে সঙ্গতি-অসঙ্গতি ন্যায়-অন্যায় ভালো-মন্দ ভেদাভেদ গানে গানে ও সংলাপে তুলে ধরা হয়। তাছাড়া পালায় ‘বাঈজি’ চরিত্রেও এ-রকম গানের ব্যবহার রয়েছে।
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS