রণজিৎ গুহ স্মরণ || সুমন রহমান

রণজিৎ গুহ স্মরণ || সুমন রহমান

রণজিৎ গুহকে প্রথম পড়বার সুযোগ হয় ২০০৬ সালে। বইয়ের নাম Elementary Aspects of Peasant Insurgency in Colonial India. এই বইয়ের একটি অধ্যায়ের নাম Transmissions। রণজিৎ গুহ সেখানে দেখিয়েছেন কীভাবে গুজব, সংকেত, প্রতীক উপনিবেশবিরোধী সংগ্রাম বা বিদ্রোহের টুলস হিসেবে বৈপ্লবিক দায়িত্ব পালন করেছিল। তখন থেকেই আমি গুজবকে শাসনযন্ত্রের বিরূদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হিসেবেই দেখতে শিখি। আয়রনি হলো, সোশ্যাল মিডিয়ার যুগে গুজবের সেই ঐতিহাসিক চরিত্র এবং ভূমিকা বদলে গেছে। গুজব এখন দুর্বল, বোবা কিংবা সংখ্যালঘু মানুষদের ওপর নির্যাতন ইনিশিয়েট করার টুলসে পরিণত হয়েছে। যে-গুজবকে ব্যবহার করা হতো কলোনিয়াল প্রভুদের বিরূদ্ধে, সেই গুজব এখন তাদেরই ল্যাপডগ হয়ে উঠেছে। গুহ-র সাবঅল্টার্ন ফ্রেমওয়ার্কে এই Transmissions চ্যাপ্টারটাই আমার বিশেষ প্রিয় ছিল। অতুলনীয় বিশ্লেষণী দক্ষতা দেখিয়েছেন তিনি সেখানে। তিনি কী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে-পড়া রিউমার নিয়ে কখনো কিছু লিখেছেন? অ্যান্টি-কলোনিয়াল সময়ে যা ছিল ন্যায্য বিদ্রোহের হাতিয়ার, পোস্ট-ট্রুথ যুগে তাইই হয়ে ওঠে নির্যাতনের হাতিয়ার!


সুমন রহমান রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you