ছেঁড়া জামা পরা এক কিশোর
ছেঁড়া জামা তার প্রতিভা
আলো-ছায়াঘেরা আকাশের নিচে
বোরখা পরা প্রার্থনারত মহিলা
বোরখা তার প্রতিভা
আয়না হাতে একটা বেশ্যা
আয়না তার প্রতিভা।
(মেঘের প্রতিভা / রিফাত চৌধুরী)
মেঘের প্রতিভা খুব বিখ্যাত এক গ্রন্থের নাম। অন্তত লেখালেখি শুরুর সময়টায় অনেক শুনেছি। কেনার সুযোগ হয় গত বছর উড়কি প্রকাশনী থেকে, রিপ্রিন্টের কারণে। উল্টিয়েপাল্টিয়ে দেখলাম, ১৯৯০ সালে বেরোনো একটা গ্রন্থ কতটা নতুন ও সমসাময়িক লাগতে পারে আজো।
ছোট ছোট বাক্যের প্রক্ষেপণ, আলতো কথা, যেন রিফাতভাইয়ের জিভে হাড় নেই কোনো, এমন সহজে বলার চেষ্টা। আর তৈরিকৃত দৃশ্যের কাঁধে ভর দিয়ে, উদ্দেশ্যবিন্দুতে পৌঁছানো। এই হলো রিফাতভাইয়ের নিজস্ব কবিতা করার টেকনিক। কিন্তু এই টেকনিক যে সহজেই মানুষকে ক্লান্ত করে তুলতে পারে, তা কি জানতেন রিফাত চৌধুরী?
কিন্তু পাঠক ঠিকই বিষয়টা বুঝতে পেরেছিলেন, মানে আপনি যদি রিফাতভাইয়ের সিঙ্গেল বই পড়েন, বা অনেকদিন পরপর একটা একটা করে পড়েন, আপনি বুঝবেন না হয়তো, কিন্তু ২/৩টা পাশাপাশি থাকলে দেখবেন, রিফাত চৌধুরীর নামের উপর দিয়ে মনোটোনাস মেঘ উড়ে যাচ্ছে।
আবার যেহেতু রিফাতভাই শুধু বিবিধ দৃশ্যের কথা বলতে চাইতেন, সেহেতু ক্লান্তিটা দ্রুত চলে আসে। যদিও, রিফাত চৌধুরীর কবিতা এখনকার সবচে তাগড়া কবিটার কবিতার চেয়েও অভিনব ও সাবলীল সেহেতু সমালোচনা তাকে নিয়ে করা যেতেই পারে।
দৃশ্য কুড়োতে কুড়োতে, রিফাতভাই ঢাকার ফুটপাতের ধুলা এড়িয়ে, অভিনয়ে অনিয়মিত থেকে এখন কোথায়? কিশোরগঞ্জে? বাংলা কবিতার আরো দুই সিংহপুরুষ আবিদ আজাদ ও কাজল শাহনেওয়াজের টাউনে?
জানতে ইচ্ছা করে, রিফাতভাই, কেমন আছেন আপনি!
- স্বরচিত কবিতার অন্তর্গত অনুপ্রেরণা || হাসান শাহরিয়ার - January 24, 2025
- আর্কের হাসান ও নব্বইয়ের বাংলা গান - January 23, 2025
- শাহ আবদুল করিম : জন্মের শতক পেরিয়ে আরও একটা আস্ত দশক || ইলিয়াস কমল - January 20, 2025
COMMENTS