স্যান্ড্রা বাকবাকুম (২)

স্যান্ড্রা বাকবাকুম (২)

সাক্সেস আসে যন্ত্রণার পথ ধরে। এখন এই যন্ত্রণার রাস্তা মাড়াইয়া তুমি সাক্সেসের ফল খাবা কি খাবা না তা তোমার বেছে নেবার ব্যাপার।

মাথা নুয়ায়া গা-গতর কামুমুচু কইরা কামকাজ বাগিয়ে নিচ্ছে দেদার পয়সাপাতি কামাচ্ছে এমন মানুষজন আমি দুইচকউখে দেখতে পারি না। আমি চাই মানুষ তার পাওনা আদায়ে সোচ্চার হউক, ফাইট করুক নিজের যোগ্যতার উপর ভরসা রেখে। মাথা উঁচায়া মুখে মুখে তর্ক করতে পারে এমন লোকই পছন্দ আমার।

এইটাকেই নিয়ন্ত্রণ বলে বোধহয় যে আমি সবসময় চাই যেখানে যেইটা থাকবার কথা তা যেন যথাস্থানে থাকে এবং এর নড়চড় যেন না হয়।

ফিল্ম করে আমি তো এদ্দিনে হাঁপিয়ে উঠতাম, যদি না আপনারা দর্শকেরা চাইতেন পার্ফেক্ট অভিনয়কলা। আমি রাইতে ঘুমাইতে পারি না যদি ইয়াদ হয়, আরে, অমুক কাজটা ঠিকঠাক তো করা হইল না, হায় হায়, গলতি রয়ে গেল তো!

কোনোদিন আমারে কেউ অন্তর্বাস কিন্না দেয় নাই, আর এই জিনিশটা আমারে সবসময় রাগিয়ে দেয় যে কেউ অন্তর্বাস কিন্না দেয় নাই আমারে। এখন অবশ্য এইগুলা নিয়া আর ভাবি না, রাগগোস্বা নাই আর, ব্যাপার না এইগুলা আজ আর।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: