ছবির নাম Ich Bin Dein Mensch (I’m Your Man), জার্মান সিনেমা।
ভিন্ন ভিন্ন দেশের সিনেমা যে-কারণে আমার ভাল্লাগে, সেইটা হলো — একদমই নতুন একটা দুনিয়ার বা নতুন একটা চিন্তার জগৎ খুলে দেয়। সিরিজগুলোয় আসলে এই রকম চিন্তার চেয়ে দর্শক টানাই মুখ্য থাকে। বাজারটা আরও বড় মুখ্য। সেই বাজারের জন্য দর্শকচাহিদাকে প্রেসক্রিপশন হিসেবে নিয়েই তৈরি হয় দীর্ঘমেয়াদি সিরিজ। এই জন্য ওয়েব সিরিজ আমি পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করি।
একটা সিরিজ যতটুকু সময় নেয়, তারচেয়ে অনেক কম সময় নেয়ার পরও তারচেয়ে বেশি হৃদয় ও মগজ ইনভলব করে একটা ভালো সিনেমা। এইটাই পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সৌন্দর্য। এই যেমন জার্মান এই সিনেমাটা মাত্র দুই ঘণ্টার। কিন্তু আগামী কয়েকদিন এইটা মাথায় থাকবে। মাথায় থাকবে আলমা ফেলসার ও ভেটের ফেলসারের চরিত্র।
আহা! ৮১ বছর বয়সী স্কিজোফ্রেনিয়ায়-আক্রান্ত একটা মানুষ টিভির রিমোট খুঁজতে বনে বনে দৌড়াচ্ছে… এই দৃশ্য দেখে মনখারাপ না-হবার কোনও কারণই নেই। আবার এও মনে হচ্ছে, পিতা-কন্যার যে সম্পর্ক পাশাপাশি না-থেকেই এত অল্প উপস্থিতির মাধ্যমে তাদের চিন্তার যে মিল তা তুলে আনা এক কথায় অনবদ্য।
জার্মান সিনেমা Ich Bin Dein Mensch অফিশিয়্যাল ট্রেইলার
ইলিয়াস কমল রচনারাশি
গানপারে ম্যুভিরিভিয়্যু
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS