গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ১৯

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ১৯

কবিতা লিখি, ডিম খাই
নিয়মিত শরীরচর্চা করি
ফিটনেস ধরিয়া রাখা সাহিত্যিকদের জন্য জরুরি
বিশেষত কবি, ক্রিটিক ও কলানুশীলক সকলেই তাই
ফিটনেস ক্লাবে মেম্বার্শিপ সাবস্ক্রাইব করি, সিক্সপ্যাক বানাই
ইন্ডিয়ান ম্যাসালা ম্যুভির ঘনঘন শার্টখোলা নায়কের ইনফ্লুয়েন্সে
মেতে উঠি লিটেরারি ড্যান্সে
খেলি লিয়োনেল মেসির কায়দায় লিগটুর্নামেন্ট
খোয়াবে; বাস্তবে বকেয়া থাকে অ্যাপার্টমেন্টের রেন্ট
দর্শনার কেরু ও কাশ্মিরি কেশোনাটের বিল পড়ে বাকি
কিন্তু সুদিন ফিরবে, ভরসা রাখি;
বিভাগীয় সাংস্কৃতিক উৎসবে যাই
মিনারেল পানির প্ল্যাস্টিকবোটলে ভেজাই
তৃষ্ণার্ত কণ্ঠনালি
খিদে মেটাতে খেয়ে ফেলি তিনপিস বাক্লাবার পাৎলা পাৎলা ফালি;
স্পিচ উগ্লায় আটটা অ্যাডমিন অফিসার
চাইরটা মিডপর্যায় আর বাকিগুলা আরও উচ্চ ও অবিকার;
শুনি বিসিয়েসক্যাডারদের সংস্কৃতিবিচার,
মুখে বলি ধন্য ধন্য কবিতাবান্ধব প্রশাসনতান্ত্রিক রাজকীয় সঙ্গবিহার;
দুপুরের আহার সারি মিনিপ্যাক ফয়েলমোড়া কাচ্চি ও কোর্মাঝোলে
জেলা প্রশাসকদের পদতলে বিগলিত বসে বসে
একটা আঠারো টাকা দামের বেন্সন অ্যান্ড হেইজেসের সিগ্রেটে দেই দম, কষে
চেপে রাখি বিবিধ বাসনা, বাদানুবাদ, অবদমন, বাওবাবগাছের বাকলে
ভেবেচিন্তে এই ডিসিশনে এসে উপনীত হই
লিখব বই
পিয়েমের খাসদরবারে খেদমতগারি করবার সুযোগ-পাওয়া কাব্যসম্রাটের প্রশংসায়
আর-কেউ যদি ছিনাই নিয়া যায়
এমনটা আশঙ্কায়
আইডিয়া আপাতত অধিক ডিসক্লোজ না-করে কাজটা আগে ধরি
বাগাই
নিজের জন্য অধিক মুনাফার প্রশস্ত সোজা রাস্তাটাই;
নিশ্চয় স্ট্র্যাটেজিক কারণে একটু কম কথা বলি
স্ট্রিটসিগ্ন্যাল যথাসাধ্য ফলো করে চলি
বিশেষণভূষিত অভিনন্দনগদ্য উত্তোলন করি বিলম্বরহিত সোশ্যাল মিডিয়ায়
নবোদিত নেতাটির নামে দেই চিত্রসম্বলিত পদ্যতোপধ্বনি
লিটেরারি রেটোরিকে তেলমশল্লাপ্লাবিত ভক্তিট্রিবিউট
পৌষের শেষে দ্যাখো সংক্রান্তির হরিল্লুট
ধুলায় হাওয়ায় তিলের তিলু, খৈ বাতাসা, নাদুসনুদুস কমলালেবু গড়াগড়ি খায়
হাওয়াই জাহাজ উড়ে উড়ে যায়
ভিড়ের ভিতর লুটোপুটি লীলা কাব্যপ্রভাষকের লোলুপ লোহিত জিহ্বায়
ডিম খাই, লিখি, ফিটফাট থাকি
টিগার্ডেনের টিপজোনাকি
ডিমোক্র্যাটিক অ্যাডমিন অফিসারদের আজ্ঞাবহ অধস্তন
হতে পারলেই মিলবে চেয়ার, লুটের শেয়ার, ধনমানযৌবন

কবি আমি, নিভৃতচারী, মিকি মাউসের মতো মনোনিবিষ্ট শয়তানিনিপুণ!
জাহেদ আহমদ


গ্রাসরুটসের গান  প্রিভিয়াস

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you