কবিতা লিখি
ঝিকিমিকি
নিভৃতচারী নিখুঁত নন্দনায়
ইন্ডিয়ানবাংলা আধুনিক বলন ও ভূষায়
লিখে প্রেরণ করি বিজ্ঞাপনগ্রস্ত কবিদের ঠিকানায়
নানাবিধ অপরাধলিপ্ত দৈনিক পত্রিকায়
লিটলম্যাগের গোবেচারা আন্দুধুন্দু গোষ্ঠীবন্দিতায়
কিসু যদি রিয়্যাকশন পাওয়া যায়
ফেসবুকে শেয়ার, লাইক, ল্যভ, ওয়াও!
যত ইচ্ছা রাজার বাগানে যাও মৌজ করো ঘুরে বেড়াও
দলদলি টিগার্ডেনে একা ব্যাকাত্যাড়া বাতাস বহাও
অপরাহ্ন তবু অন্ধকার টাচ করতে চায়
সাহিত্যে যেমন শুক্রবাসরীয় পত্রিকাসাময়িকী
কী বলব দুঃখের কথা
কাটে রেইনি সিজনগুলো, অযথা
বালিগড়ামাছের সঙ্গে ঝগড়ায় ঝগড়ায়।
.
.
*
প্রশাসক মহোদয়ের আয়োজনে অ্যাট ফার্স্ট উপজেলায়
তারপরে জেলা পর্যায়
ফাইন্যালি ডিভিশন্যাল সাহিত্যমেলায়
আমাদের এক বন্ধু কবিতা পড়তে স্টেজে খাড়ায়া মাথা নোয়ায়
বাদ তসলিম তার স্যারেদের প্রতি কৃতজ্ঞতা জানায়
যারা তারে এত বড় সুযোগ দিসেন তাদেরে সালামাল্কি দিয়া
ন্যাশনালে যাবার জন্য সবিনয় আব্দার রাখিয়া
পাঠ শুরু করে
প্যাঁচানো স্বরে
স্টেজকাঁপানো স্বরচিত চর্ব্যচোষ্যবিনিশ্চয়
সিভিল ও পাব্লিক সার্ভিসের কর্মকর্তাচারীরা তাতে ব্যাপক বিনোদিত হয়
আমাদের বন্ধুটি সিস্টেমের সগর্ব কবির তালিকায় নাম লেখায়
মাইক্রোফোনে কেঁদে বেড়ায়
ন্যাশনের নেতার বিয়োগব্যথায়
পেঙ্গুইনের মতো কোট পরে এই শিল্পকলাশামিয়ানায়
আমি তাতে, অ্যানিওয়ে, বিচলিত নই
কিন্তু, কথাটা ভাবতেই বিস্ময়াভিভূত হই
লিট্রেচার অফ বেঙ্গল সয়লাব দেখি সিস্টেমের নেকনজরধন্য
প্রণম্য ও প্রসন্ন
কবিতে এবং কবিতায়।
.
.
*
ঘটনাগুলো ঘটতেসে কি না তা নয়
আমার জিজ্ঞাস্য হয়
আদ্যোপান্ত ঘটনার গল্পগুলি নিয়া
তার মানে এ নয় যে বেগম খালেদা জিয়া
বা মাননীয়া হাসিনা
যাদের বিন্দুমাত্র সমর্থন বিনা
বাংলাদেশের জনসাধারণ
ফিট থাকতেসে সারাক্ষণ
যার যার জায়গায় তারা সার্ভাইব্যালস্ট্রাগল দিয়া
হাইপোথেটিক্যালি নয়, হিস্ট্রিক্যালি পিপীলিকাও সহস্রবর্ষ অতীত অঙ্গে ধরে
এবার মাথা থেকে এইসব আজাইরা ব্যথা কাট করে
পেইস্ট করি এমেসওয়ার্ডের ব্ল্যাঙ্কশাদা পাতাটার উপরে
এরপরে টেপেটুপে দেখি জিনিশগুলা
বাংলাদেশ জিন্দাবাদ ও জয়বাংলা
কার হুকুমের গোলামি করে সে কার পোলা কার শালা
তারপর রইল কবিতায় আমার গোলামি করবার পালা
আমি থাকি না খালেদা জিয়ায়
শেখ হাসিনায়
কার্তিকের কুয়াশায়
স্ট্রিটসাইড টিস্টলগুলা আরও ঘোলাটে দেখায়
এই নৃশংস নর্তনকুর্দন
অনিয়ন্ত্রিত প্রশাসন
অনৈতিক নির্বাচন
আর বেহুলাবিহীন কালের ভেলায়
থাকি ইন্ডিয়ানবাংলা গানে
ক্যাক্টাস, ফসিলস্ আর মহীনের ঘোড়াগুলি সম্পাদিত অনুসন্ধানে
একেকটা আস্ত উইন্টার উধাও দলদলি টিগার্ডেনের বনেলা গাছবিরিখের টিলায়
এরশাদ-ম্লান-করা হাসিনার গণশত্রুভূমিকায়
আমি রিয়্যাক্ট করব — ভূতে কিলায়!
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS