কেমন করে লুকাইবায়
এই নির্বিকল্প দুনিয়ায়
এত সুযোগসন্ধানী নিভৃতাচার তোমার
তলে তলে এত অজাচার
কবি সেজে গেসো করে
একটি জীবন ধরে
কেবল তোমার কবিতা পড়ে এসব ভুলে যাবার নয়
এর জন্য প্রয়োজনে
লেখায় না-হলেও মনে মনে
একটা আশি সিক্কা থাপ্পড় তোমার প্রাপ্য বোধহয়
এত কদাকার কারবার তুমি গেসো করে লেখার পর লেখায়
ঘেন্নায়
মানুষ তোমায় একদিন ছুঁড়ে ফেলবে ব্যারাধুন্দা বাক্যবাগীশ কবিদের কব্বরে
অ্যাওয়ার্ডের ধান্দায়, কে না জানে, সেইখানেও তুমি বিছড়াইবায় অ্যাডমিনহেড
এক্স ওয়াই জেড
কবিদের উচ্চণ্ড স্তুতিস্ফীত প্রশংসায়
পানসি তোমার যায় ভেসে যায় আপাতত সুরমায়
বালের লাগি’ নিবেদিত তুমি বালের সমর্থনে
হেন কুন্তা নাই যা তুমি তনে এবং মনে
করতে অনিচ্ছুক
অনন্ত অন্ধকার অব্দে একুশেমেলায় জীবন তোমার অ্যাওয়ার্ডপুষ্ট হোক!
Latest posts by গানপার (see all)
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
- সপ্তপদীর দুপুরবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায় || ইলিয়াস কমল - January 27, 2025
COMMENTS