দেখতেসি দিনরাত দ্য বেস্ট মাইন্ডস অফ মাই জেনারেশন
এখন
লস্ট মেমোরি নিয়া রাইতদিন
রঙিন
চুদুরবুদুর করে বেড়াতেসে বেঢপ শরীরে
ফন্দিফিকিরে
একেকটি ঝিলমিল ঝিলমিল লোভলালসার গান
সুমহান
গাইতেসে বেকায়দা বাজারের বেনিয়ান ট্রির ডিজিটাল প্রিন্টের তলায়
তারারে নেত্রী বিশেষ দায়িত্ব দিয়া নামাইসেন
গাইবেন
গণপ্রগতির গজল ও ঠুম্রি, কিছু লোকমহাজনি বিদগ্ধ মজমায়
জীবন কাটায়া যাওয়া আসানসেই যায়
মুশকিল অন্য জায়গায়
বেস্ট মাইন্ডস অফ মাই জেনারেশনের জোচ্চুরি নির্দয় সীমানা পারায়
অ্যাওয়ার্ডের অনুষ্ঠানগুলায় এদের উৎপাতপূর্ণ তৎপর উপস্থিতি লক্ষণীয় বলে লক্ষ করি
হিম হয়ে পড়ি
অন্তরাত্মায়
এদের কুলাঙ্গারগিরির বর্ণনা বাক্যে ন-শোভায়
ম্যাডনেস যদি তিল পরিমাণে এদের অবয়বে বা আচরণে দেখা যেত তবে
ভেবে নিতাম, হবে
এদের দ্বারা বাংলা কবিতার
করুণ গিটার
শেখ হাসিনার সুবর্ণ সময়ের সানুপুঙ্খ সুর, রচয়িতার
অগোচরে
একদিন রচয়িতা মারা যাবার পরে
নিয়া যাওয়া যাবে সেই নিঃস্ব জনসমষ্টির ডিস্টোপিয়্যান শহরে
কিন্তু হায়
জীবদ্দশায়
এদের লেখাজোখাগুলো গোয়া মারা খায়
মিনিং পাল্টায়
মিনমিনানি মৃদুভাষ মানুষের মদনভাষায়
কামনাবাসনায়
ভাগ্যদোষে বাংলাদেশে, জন্ম তার, বাঞ্ছা ছিল কলকাতায়
নিবো জন্ম নয়া জামানায় ভাগীরথীতীরের নবতর শরণার্থীশালায়
তাদিগের সৃজনে মননে শয়নে স্বপনে
দেহজ দহনে বেঠাপ সুদনে
একের পরে একেক দুয়েক তিনেক চারেক অনেক অনেক অন্ধকারের ধলপ্রহরে
একদিন হারায়া যাবে সেয়ানা বাংলাদেশের দুইহাজারচব্বিশের স্টেজের সমস্ত কবিসাহিত্যিক
অতিকায় বাহ্যিক
উচ্চপদ
বশংবদ
উর্ধ্ব-অধ সম্পর্কসোপান
সম্যক উপলব্ধি ব্যতিরেকে
যে যায় এঁকেবেঁকে
সে যদি হিস্টোরিহিলারিয়াস হুল্লোড়গুলো নোটিস করে
এই হিস্টিরিয়াক্রান্ত নগ্ন বুদ্ধিবৃত্তিনৃত্যস্ফূর্ত গণলুণ্ঠনযজ্ঞ সমাপনের পরে
একটা নামহীন গোত্রহীন গণগোরস্থানের গায়ে সেঁটে দেবে একটি টিনের সাইনবোর্ড, লাল
প্রজন্মান্তরের কবিদের জন্য অতিশয় শিক্ষণীয় মরণপূর্ব পুরস্কারপ্রাপ্ত মহাকাল।
—জাহেদ আহমদ
- রিপন মিয়ার জীবন ও সাহিত্য || কাজল দাস - October 14, 2025
- চেজিং হোমার / লাসলো ক্রাসনাহোরকাই || অনুবাদ / কয়েস সামী - October 13, 2025
- আহমদ রফিক : শতবর্ষী বিরিখের প্রস্থান - October 13, 2025
COMMENTS