কিন্তু ওই লোক
মতলববাজ ও ডরপুক
অথবা আজেবাজে-বেইজ্জতি বিশ্বাসের পোষক
কোটরগত অক্ষিগোলক
পড়ায়, ইশকুলে কলেজে
রেইনি সিজনে ভেজে
গেইটের কলাপ্সিবলে ব্যথা পেয়ে চেল্লায়
ভাজা মাছ উল্টায়া না দেখে কপাকপ খায়
খেয়েদেয়ে সেল্ফি খিঁচায়
ফেসবুক উপচায় বিবিধ সিকোফেন্সির সিরিয়াল অভিনন্দনবার্তায়
মাসে একবার অন্তত প্রধান কবির সম্মাননা জানায়
সেই লোকটাকে, যাকে কেন্দ্র করে এদেশের কবিকুল
পদায়ন ও পুরস্কারের প্রত্যাশায় মশগুল
উনি গৃধ্নু ক্ষমতাকাঠামোর শেষ কড়িবর্গাগুলার অন্যতম রক্ষক
উপদেশক
মাননীয় স্বৈরাচারিণীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
পদাধিকারবলে শ্রেষ্ঠ কবি যিনি নিরন্ন জনসাধারণের ট্যাক্সের পয়সায়
কিন্তু ওই লোক যে এককালে অ্যাক্লেইম লভেছিল ‘তরুণ কবি’ অভিধায়
ছিল শঙ্খ ঘোষের ভক্ত, পড়েছিল শঙ্খগদ্য ‘কবির অভিপ্রায়’
শিরোনামে —
সে কেমন করে এমনধারা ডাইনে এবং বামে
এবং অনুক্ত অন্যান্য সকল দিকেই রয়
এহেন প্রশাসনতান্ত্রিক পোঁদপাক্নামির সময়?
মহীনের ঘোড়াগুলি সম্পাদিত মহাভারতীয়া গানের মতো পরান-জলাঞ্জলি ধান্দায়
আমাদের সেই নিভৃত সচ্চরিত্র কবিটির মিচকি মুখখানি চকিতে দেখে ওঠা যায়
শেয়ারে একটা অ্যাওয়ার্ড তারে এইবার না-দিলেই নয়।
- বাবুলের ভুবনদারি - August 16, 2025
- মাধুরিজি - August 8, 2025
- সুচিত্রায়ণ - August 7, 2025
COMMENTS