টুকটাক সদালাপ

টুকটাক সদালাপ

 

নানা পাটেকর আর আমির খান — হিন্দি চলচ্চিত্রের দুই মায়েস্ত্রো অভিনেতার আলাপ

অনেক কিছুর মাঝে একটা প্রসঙ্গ খুব মজার লাগলো যে ডিরেক্টররা যখন সেটে ‘অ্যাকশন’ বলে চেঁচিয়ে ওঠেন তখন সে নিজেও ভুলে যান তার অভিনেতা ঠিক কোন দৃশ্যে অভিনয় করছে। আমাদের শুটিং বাস্তবতায় আমিও দেখেছি আপনি যে-ই হন না কেন তারস্বরে ‘অ্যাকশন’ শব্দটি বলতে না পারলে আপনি ভালো ডিরেক্টর নন। আর যদি আপনার প্রথম কাজ হয় আর আপনি যদি পেয়ে যান কিছু ‘বাল পাকনা’ শুটিং ক্রু তারা আপনার কাজের বারোটা বাজিয়ে ছাড়বে সেক্ষেত্রে।

যা-ই হোক, চমৎকার আলাপ — অভিনেতারা শুনতে পারেন। এমন অবলীলায় সহজ স্বীকারোক্তি আগামী দিনের অভিনেতাদের নিশ্চয়ই ভালো কিছুতেই আগ্রহী করে তুলবে।

শিবু কুমার শীল ২৯ ডিসেম্বর ২০২৪


টুকটাক সদালাপ সমস্ত

শিবু কুমার শীল
Latest posts by শিবু কুমার শীল (see all)

Support us with a click. Your click helps our cause. Thank you!

পরের পোষ্ট
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you