পুরোনো শহরে যারা থাকি তাদের মায়া ও মুসিবতের প্রদর্শনী
মুনেম ওয়াসিফের সোলো এক্সিবিশন ‘ক্রমশ’ দেখতে গিয়েছিলাম আমরা বেঙ্গল শিল্পালয়ে।
মুনেমের ছবির জগৎ ভিজুয়ালের কারখানা সম্পর্কে যারা জানেন তারা এখনো নিশ্চয়ই অপেক্ষা না করে এই এক্সিবিশন দেখে ফেলেছেন। যারা দেখেননি তারা সময় করে দেখে নিন। এখানে ‘খেয়াল’ নামে একটি ভিডিও আর্ট আছে সেটি বেশ প্রশংসার দাবিদার, আমাদের আরেক কমরেড সজল অলক যেটির সম্পাদনা করেছেন।
তানজিম ওয়াহাব এই প্রদর্শনী কিউরেট করেছেন। ঢাকায় অনেক আগে শাঁখারী বাজারের কল্পনা বোর্ডিং সংলগ্ন একটি খোলা জায়গায় মুনেম তার প্রথম প্রদর্শনী করেছিলেন। সেটি নিঃসন্দেহে অনন্য একটা প্রদর্শনী ছিল। সেটির কিউরেটর ছিল আমাদের আরেক বন্ধু আমিরুল রাজীব। ওর শ্রম আর নিষ্ঠার কথা অনেকদিন পর আবার মনে পড়ল।
মুনেমের ছবি নিয়ে একদা লিখেছি, সময়সুযোগ হলে আবার লিখব। আমাদের সমসাময়িক শিল্পীদের মধ্যে মুনেম তার কাজের গুণেই বিশ্বদরবারে জায়গা করে নিয়েছে। ওর কাজ, ভাবনা আমাকে এখনো উজ্জীবিত করে। আমি যেহেতু পুরোনো শহরে আজও থাকি ফলে ওর ইমেজ আমার প্রাত্যহিকতার মধ্যেই পড়ে।

প্রদর্শনীতে ঠাঁই পাওয়া পুরোনো শহরের ছবিগুলো কতকিছুর কথা মনে করিয়ে দেয়, তার মধ্যে প্রয়াত বন্ধু মুনীর আহমদ অনন্ত এক নাম।
সবাইকে এই প্রদর্শনী দেখার আমন্ত্রণ।
মুনেম ওয়াসিফের দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়েছে ১৮ এপ্রিল, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে, ৩১ মে ২০২৫ পর্যন্ত শুধু রোববারটা বাদে বাকি সবদিন বিকাল ০৪টা থেকে রাত ০৮টা অব্দি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
—শিবু কুমার শীল ২৯ এপ্রিল ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
- ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক পুরানঢাকার বাসিন্দা || শিবু কুমার শীল - November 28, 2025
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025

COMMENTS