আবদুল মান্নান সৈয়দ। কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। জন্ম ০৩ অগাস্ট ১৯৪৩ ও জীবনাবসান ০৫ সেপ্টেম্বর ২০১০।
২০০৮ সালের দিকে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তাঁর নিজ বাসভবনে গিয়ে। কথা হয়েছে তাঁর ও কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ে। তাদের সময়কার সাহিত্য, ইতিহাস ইত্যাদি নিয়ে তিনি কথা বলেছেন অকপট।
পুরো সাক্ষাৎকারটির লিঙ্ক দেয়া হলো সঙ্গে :
আবদুল মান্নান সৈয়দের সাক্ষাৎকার
—শিবু কুমার শীল ০৩ অগাস্ট ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ২১ - August 13, 2025
- টুকটাক সদালাপ ২০ - August 4, 2025
- টুকটাক সদালাপ ১৯ - June 24, 2025
COMMENTS