টুকটাক সদালাপ ৩

টুকটাক সদালাপ ৩

 

০১ জুলাই ২০২৪
গতকাল জর্জিয়া আর স্পেনের খেলা দেখছিলাম। জর্জিয়া অসম্ভব ডিফেন্সিভ খেলেছে। যাকে বলে রক্ষণভাগ ছেড়ে বের হতেই চাচ্ছিল না। একপেশে খেলা ছিল। তবে যা হবার তা-ই হয়েছে, জর্জিয়া ৪ গোলে হেরেছে।

আজকেও বেলজিয়ামের একই দশা। প্রথম দিকে বেলজিয়ামের ৪০% নিজেদের নিয়ন্ত্রণে ছিল বল আর ডিফেন্সিভ তো ছিলই। দ্বিতীয়ার্ধের পর একটু অ্যাগ্রেসিভ হয়েছিল। কিন্তু ফ্রান্স ছিল দুর্দান্ত আজকে! শুধু গোলের দেখা পাচ্ছিল না বরং হলুদ কার্ডের ছড়াছড়ি। বেলজিয়াম যতগুলো অ্যাটেম্পট নিয়েছিল সবই দুর্ধর্ষ ছিল। গোল হয়ে যেতে পারত। কিন্তু শেষ মুহূর্তের গোল বলে কথা। ফ্রান্স গোল দেওয়ার পর লাস্ট কয়েক মিনিট ডিফেন্সিভ খেলেছে। যদিও শেষ সময়ে কে-বা ঝুঁকি নিতে চায়।

এখন পর্তুগাল কি করে সেটাই দেখার পালা। আর যা-ই করি ব্রাজিলের খেলা দেখতে বসছি না। হারলে তিনদিন মনখারাপ থাকে।

০৭ জুলাই ২০২৪
টাইব্রেকার খেলার একটা অংশ বটে তবে এটাও মনে রাখতে হবে টাইব্রেকার মূলত একটা রেজাল্টের জন্য সহজ সমাধান মাত্র। সেখানে দুনিয়ার সেরা প্লেয়ার শট মিস করে আবার পর্তুগালের কস্তার মরো ওয়ার্ল্ডরেকর্ড করা পর পর ৩ বল ঠেকিয়ে দেয়া প্লেয়ারও একটি বলও সেভ করতে পারেনি সর্বশেষ বিদায়ী ম্যাচে।

এবার ব্রাজিলের খেলা খাপছাড়াভাবে দেখেছি, তাতে বুঝেছি আমার পোষাবে না। আমি বরং ইয়োরো কাপের খেলাগুলো দেখে মুগ্ধ হয়েছি। ব্রাজিলের পরাজয়ে আর্জেন্টিনীয় উল্লাস নতুন কিছু নয়, কিন্তু এটাও মনে রাখা দরকার উরুগুয়ে আরামবাগ স্পোর্টিং ক্লাব নয়। দুইবার বিশ্বকাপ পনেরোবার কোপা জয়ী।

শিবু কুমার শীল


টুকটাক সদালাপ সমস্ত

শিবু কুমার শীল
Latest posts by শিবু কুমার শীল (see all)

Support us with a click. Your click helps our cause. Thank you!

পরের পোষ্ট
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you