একটি কাজে শচীন কর্তার ‘বর্ণে গন্ধে’ গানটি শুনছিলাম। অনেকবার শোনার পর মনে হলো — এই গানের তো অসংখ্য কাভার হয়েছে, সেসব একটু শুনে দেখি।
প্রথম যে-গানটি শোনার জন্য সিলেক্ট করলাম সেটি একটি ব্যান্ডের। খুব তরুণ কিছু ছেলে গানটি গেয়েছেন। বেশ অসাধারণ সংগীতায়োজন। কিন্তু খটকা লাগল যখন শুনলাম ‘এ কী তব হরি খেলা’-র জায়গায় তারা ‘একি তব হোলি খেলা’ উচ্চারণ করল। কনফিউজড হয়ে গেলাম; ভাবলাম, রঙের বিষয়আশয় আছে যেহেতু হোলি খেলাই হবে। ভালো করে লিরিক খেয়াল করলাম। না, সব জায়গায় ‘হরি খেলা’ শব্দটাই পেলাম। কানে স্পিকার লাগিয়ে শচীন কর্তার ভার্শনটা শুনলাম, সেখানেও তিনি আমাকে অবাক করে দিয়ে হরি খেলাই গাইছেন! এখন কি করব বুঝতে পারছি না।
যা-ই হোক, একজন প্রুফরিডার আমাকে একটা গল্প বলেছিলেন; যে, এক লেখক তাঁর পাণ্ডুলিপিতে লিখেছিলেন — ‘দুয়ারে ভাদ্রবউ দাঁড়াইয়া আছে।’ জনৈক প্রুফরিডারভাই সেটি পড়ার পর ভেবেছিলেন বউ বড়জোর ভদ্র হইতে পারে কিন্তু ভাদ্র কীভাবে হয়! তাই তিনি ভাদ্রবউ-এর স্থলে ‘ভদ্রবউ’ লিখে লেখাটি শুদ্ধ করে দিলেন।
—শিবু কুমার শীল ০৭ জুলাই ২০২৪
- গোলাপের নানাবিধ নাম || শিবু কুমার শীল - April 27, 2025
- টুকটাক সদালাপ ১৫ - April 19, 2025
- ঈদের কিনাকাটি || শিবু কুমার শীল - March 31, 2025
COMMENTS