অ্যাওয়ার্ড
যে কিনা আলতো অন্তরে
একটা পাখির আহার গমের দানার শীষটুকু শুধু
গলাধঃকরণ করে
তারে অ্যাওয়ার্ড না-দিলেও মরমের অন্তস্থলে রাখো সমাদরে
রেগ্যুলার যারে সেবন করতে হয় বাজারি চিনিমিশানো মধু
মঘাশাস্ত্রীয় ঔষধালয়ের
মুক্তার মালা দাও তার ঝুলায়া গলায়
আর জিভ কাটো, লজ্জায়
পাপের তো, পুণ্যের মতো, শুমার নাই
জীবনটা পাপে আর পুণ্যে বোঝাই
বিকাল গড়ায় রাত্রিবেলায় অ্যাওয়ার্ড সিরিমোনির হাওয়ায়
কাহিনির লখিন্দর তো সর্পদংশা
চাঁদবংশা
আয়রন দিয়া বানানো ঘরের চাইরধার পানিতে অথৈ
ঠিক অতটা হাবাগোবা আমি নই
জিগাই, শ্রীমান কী কদর করতে পারসিলেন ওই নাইটে বেহুলাবাসরের?
আই ডাউট
মুখে দ্যাখো চ্যুয়িঙগাম, ব্র্যান্ড তার স্পাউট
থোম্বা ফুলায়া বাক্য বর্ষেন পশ্চিমা বাংলায়
ফ্রাইডে সাপ্লির লুব্রিক্যান্টমাখা পাতায়
যাতে ব্যথা না-লাগে লেখকদের পাছায়
সাপ্লিমেন্টগুলা তাই নিউজপ্রিন্টের নরম কাগজে ছাপায়
অ্যাবসার্ড!
বলদগুলা বগলে ঝুলায়া হাঁটে একগাদা অ্যাওয়ার্ড!
.
.
তথাস্তু
তা-ই হোক তবে
মেরেকেটে-হেসেখেলে জীবন কাটায়া যাই
ইহজন্মের এই অনিন্দ্য ভবে
হোক তবে তা-ই
পুতে আর ভাইপোতে বাপে ও বদ্দায় মিলেঝুলে
ঠেসে পেট পুরে মারি মুফতে-পাওয়া মণ্ডা ও মিঠাই
জীবন একটাই
যা করার ত্বরায় করে সাধাহ্লাদ ফুরাই
তবে হোক, হোক তবে তা-ই
যা-কিছু উপাসনা তার সমস্ত বৃথাই
বিফলে বহিয়া যায় বিনালে এ-বেলা
হ্যাঁচকা মারো বৈঠা মাঝি হে…বেইল নাই…বেইল নাই…
তথাস্তু, হোক তা-ই, হোক তা-ই
মনিবে-গোলামে প্রেম গণ্ডগোলেমালে
যেন গুচ্ছগুচ্ছ মহাজাগতিক শ্যালক ও দুলাভাই
তবে তা-ই, হবে হোক
যত মহাজ্ঞানীমিথ্যুক ভানসিংহভল্লুক যত উজবুক
আইসো, বৎস্য, সবাই
মিলিয়া বাউলাগান আর মুর্শিদিগীত গাই।
.
.
যাক
যাচ্ছে তো চলে
সকলকিছু
একা ও সদলবলে
যাচ্ছে তো চলে
বেহালাবাদিনী
বিদূষক অঞ্চলে
যাচ্ছে তো চলে
ভাঁড়েদের হাতে
মোসাহেবমহলে
যাচ্ছে তো চলে
যা-কিছু তোমার
অসুরের দখলে
যাচ্ছে তো চলে
যাবে না বা কেন
গোমূর্খদের গলে
যাচ্ছে তো চলে
সাতনরি হার
ডিগবাজিকৌশলে
যাচ্ছে তো চলে
গোলামি জিকির
বিশ্বভুবনতলে
যাচ্ছে তো চলে
ধুলাবালিগুলি
ভৃত্যের বল্কলে
যাচ্ছে তো চলে
দেশ ও সমাজ
বিনষ্টদের কোলে
যাচ্ছে তো চলে
বাগানটা খেয়ে
ভেড়া আর ছাগলে
যাচ্ছে তো চলে
একেক হপ্তা
বিষাদসিন্ধুজলে
যাচ্ছে তো চলে
ভ্যাকেশনগুলো
প্রোফেশনকোন্দলে
যাচ্ছে তো চলে
যেদিকে দু-চোখ
ঘণ্টা-দণ্ড-পলে
যাচ্ছে তো চলে
যেমতি জীবন
অনর্থ অতলে
যাচ্ছে তো চলে
যাক চলে যাক
যেতে যেতে যাক বলে
যাচ্ছে তো চলে
যেয়োনাকো বাছা
বাঁচো গল্পচ্ছলে।
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS