কাভার স্যং || ইমরুল হাসান

কাভার স্যং || ইমরুল হাসান

হাসানের গানের কয়েকটা কাভার শুনলাম, পরে পুরানটা শুইনা মনে হইল, উনারটাই বেটার।

হাসানের তো ইজ্জত কমই, বাংলা-গানে (জেমস, মাইলস, এবি-র তুলনায়ও)। আমার ধারণা, কপি করার কারণেই। উনাদের প্রথম গানের ক্যাসেটের নামই তো ছিল, কপিয়ার। কপি করা, নকল করা — এইগুলা ঠিক ক্রিয়েটিভ কোনো কাজ না। কিন্তু উনি যখন গান গাওয়া শুরু করলেন সেই টাইমে আমরা যারা কোচিং সেন্টারে ইংরেজি শিখতাম, ওরাও ইংরেজি গান পুরাটা বুঝতে পারতাম না। এই কারণেও হাসানের গান শুইনা ভাল্লাগতে পারে। অবশ্য যে-কোনো চেইঞ্জেই কোনো-না-কোনো ক্রিয়েশন তো হয়, একজনের কথা আরেকজন কইলেও; কারণ আমাদের খেয়াল তো থাকে মিনিঙের দিকে, যার ফলে আরেকজন বলা মানে কন্টেক্সটটা একটু হইলেও চেইঞ্জ হওয়া, মিনিঙটা না-পাল্টাইলেও, একটু পিছলাইয়া যাওয়া … । লিখিত-সাহিত্যে এইজন্য অনুবাদ বাজে কোনো জিনিশ না। একজন রাইটার তো আছেনই, তারে মাইনা নিয়াই আরেকজন লিখতে পারেন সেইটা। গানের ক্ষেত্রে এইটা শুরু হইতে বা মাইনা নিতে টাইম লাগছে, কন্টেম্পোরারি অ্যারিনায়। ‘ফোক’ বইলা যেই জেনরটা আইডেন্টিফাইড সেইখানে সবসময়ই এইটা চলছে বা ব্যাপারটা ডেভল্যপই হইছে এইভাবে। ঔনারশিপের ঝামেলাটা মে বি রিলেটিভলি কম।

hqdefaultতো, এখন তো ইংরেজি গানই শুনতে পারি আমরা (মানে, যারা গানটান শুনি), সুতরাং ইংরেজি গানের কপি কি আর ভাল্লাগবে? হইতেই পারে যে, গানটার সাথে এমবেডেড পার্সোনাল মেমোরির কারণেই আমার ভাল্লাগতেছে। কিন্তু মনে হইল, এই-যে কপি করা এইখানে তো নিজেরে ইন্সার্ট কইরা ফেলা যায়। এই ইন্সার্শনটাও ভালো লাগত হয়তো। কিন্তু পরে হইল কি, হাসান ‘নিজ’ হইতে চাইলেন, হইতে গিয়া নিজেরে হারায়া ফেললেন। কারণ ‘নিজ’ বইলা যে কিছু নাই তা না, বরং ‘নিজের গান’ বইলা একটাকিছুতে লিমিট করতে চাইলেন বেশি, যেইটা আরো বেশি কপি করার জায়গাটাতে চইলা গেছে, শেষে।

বেহুদা ‘নিজ’ হইতে গিয়া কলকাতা নিজেরে স্কুইজ করতে করতে যে কিছু হইতে পারে নাই, তার থিকা নাইন্টিসের ঢাকার ব্যান্ডগুলির অনেককিছু হইতে পারছিল, আজম খানের হাত ধইরা। পরে অরিজিনালিটির লেজ আইসা তারে খাইয়া ফেলছে। এমন একটা ‘অরিজিনালিটি’ যেইটা ক্রিয়েট হইছে একটু স্যুডো-মর্ডানিটি দিয়া। তখন যদি ‘কপি’-রে ‘কাভার’ বলতে পারতাম আমরা সিচুয়েশন মে বি এতটা বাজে হইতে পারত না।

এখন যে বলা যাইতেছে, ভাবতে পারতেছি যে, কপি-ই খালি না, কাভারও তো হইতে পারে এই জিনিশটা; — এইজন্য আবার গাওয়া যাইতেছে, মনেও করা যাইতেছে, হাসানরে; তেমন কোনোরকম ইনফিরিয়রিটি ফিলিংস ছাড়াই।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you