[অর্ধশতাধিক উন্নত কম্পোজিশন উপহার দিয়েছে আমাদেরে ‘ওয়ারফেজ’ গত চারদশকের কালপরিসরে। এছাড়াও যৌথ সংকলনগুলো ধরে রেখেছে এই ব্যান্ডের আরও সংগীতকাজ ও তৎপরতা, যে-সংকলনগুলোকে আমরা ‘মিক্সডঅ্যালবাম’ হিশেবে চিনি, বাংলাদেশের ব্যান্ডসংগীতের উত্তাল দিনগুলো ওয়ারফেজের অ্যালবামে-স্টেজপরিবেশনায় ছিল মুখরমর্মরিত, বলা বাহুল্য। সব নয়, কেবল দশটা গানের কথাভাগ এইখানে লেখার অক্ষরে রাখা হলো। উদ্দেশ্য শুধু কথাগুলোর দিকে মনোনিবিষ্ট হওয়া। বা, আদৌ কথাগুলোও উদ্দিষ্ট নয়, ‘গানপার’ থেকে আমরা চাইছি মিউজিকের পাশাপাশি লিরিক্স নেড়েচেড়ে দেখতে। যেমনই হোক, ভালো অথবা মন্দ, গত কয়েক দশক ধরে বিপুলসংখ্যক তারুণ্যের উদ্দীপনাময় সৃজনোদযোগ ধারণ করছে যে-সংগীতধারা, সেই ধারার প্রতি পিঠ ফিরাইয়া থাকার সাংস্কৃতিক বোকামো অনেক হয়েছে। এইবার চাই নিঃশর্ত উদযাপন প্রথমত, ক্রমশ পর্যালোচনা, পরে এক-সময় এসবের খামতি-ঘাটতি-ত্রুটিবিচ্যুতি নিয়াও কথা পাড়ব আমরা।
গানপাঠ করতে চাইছি যেহেতু, শুধু কথায় বা কবিতায় আটকে থাকলে তো পূর্ণাঙ্গ পঠনপাঠন সম্পন্ন হয় না গানের। তা মানছি। কিন্তু অত্র সংকলনপ্রবাহের আওতায় আমরা সাংগীতিক অন্য-সমস্ত চিহ্ন খসিয়ে কেবল বর্ণধৃত কথার দিকেই নিরিখ করব নজর আমাদের। যে-গানধারাগুলোর দিকে আমরা নানা ব্রাহ্মণ্য বদখাসলতের কারণে ফিরিয়া তাকাই না, আদৌ অভিনিবেশে দেখি নাই ফিরে যে-জিনিশগুলো পঞ্চাশবছরের সাংস্কৃতিক উন্নাসিকতায়, আলোকপাত করতে চাই আমরা গানবাজনার সেইসব দিকে-দিগন্তরে। ব্যান্ডসংগীত সেই লক্ষ্যে এগোনোর পথে একটামাত্র প্রবাহ, একমাত্র প্রবাহ নয়।
কাজেই লিরিক্স শুধু, গীতিভাগ শুধু, গভীর অভিনিবেশে তীক্ষ্ণ নজরে এইখানে আমরা গানপঙক্তিগুলোই দৃষ্টিযোগে দেখে যাব শুধু। অন্য কোনো আলাপ নয় আপাতত। ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশনের নিমিত্তেই আমরা পাঠ করব, তবে এইখানে আলাপটা ফ্যাসিলিটেইট করব না। গানগুলোর গীতিকার, সুরকার বা সাংগীতিক যোজন ইত্যাদি সংক্রান্ত তথ্যাদি আমরা আপাতত উল্লেখ জরুরি মনে করছি না। গানগুলোর পঙক্তিমালা পাঠ নিষ্কণ্টক ও ফোকাসড রাখার খাতিরেই এই ব্যবস্থা।
তারপরও সংক্ষেপে জ্ঞাতব্য হয় এ-ই যে, এই গানগুলো রয়েছে ওয়ারফেজের স্টুডিয়োঅ্যালবাম ‘আলো’, ‘অবাক ভালোবাসা’, ‘অসামাজিক’, ‘জীবনধারা’, ‘সত্য’ প্রভৃতির অন্তর্ভূত। কথা লিখেছেন কখনো কমল, কখনো বাবনা, কখনো সুমন (হাসান ইমতিয়াজ সুমন), কখনো সাঞ্জয় বা মিজান; সুরও সবাই মিলেমিশে এবং একক এফোর্টে। এবং, বলার অপেক্ষা রাখে না, বাবনা-কমল-মিজান ছাড়াও দলের সবারই ভোক্যাল্স্ গানগুলোর অরিজিন্যালে কমবেশি রয়েছে। ব্যান্ড কন্সেপ্টের ভিতরে থেকেই ওয়ারফেজ আগাগোড়া গানবাজনা করে যেতে চেয়েছে। এবং এখনও করে চলেছে। এর মধ্যে লাইনআপে নানান রদবদল হয়েছে। তা সত্ত্বেও ওয়ারফেজ নিজেদের শ্রোতাগোষ্ঠী এক্সপ্যান্ড করেছে একেবারে শূন্য থেকে ব্যাপক সংখ্যায়। একটা হার্ডকোর ফ্যানগোষ্ঠী থেকে ওয়ারফেজ ক্রমশ রকপ্রিয় সক্কলের মান্যতা আদায় করে নিয়েছে। এইটুকু কথা আপাতত। পরে আমরা আবার অন্যত্র ওয়ারফেজ নিয়া আলাদাকৌণিক আলাপ সঞ্চালনের আয়োজন করব পরিকল্পনা আছে।
ওয়ারফেজের দশটা গানের পঙক্তিভোজে স্বাগত সবাই। – গানপার]
বেওয়ারিশ
রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল
কোনো-এক রাতজাগা পাখির ডাকে
শ্যাওলাধরা পুরনো পাঁচিলে-ঘেরা গোরস্থানে
উঠছে-নামছে ক্লান্তির কোদাল
তৈরি হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার … উদ্দেশ্য পরপার …
সাড়ে-তিনহাত ঘরের মালিক রয়েছে পাশে পড়ে
নিথর দেহ চাটাইমোড়া, বুকভরা গুমোট অভিমানে
চাপচাপ রক্তের করুন আবেদন : বেওয়ারিশ আমি –
আমায় পৌঁছে দাও আমার মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল
কোনো-এক রাতজাগা পাখির ডাকে
শ্যাওলাধরা পুরনো পাঁচিলে …
নেই কোনো শেষকৃত্যের আয়োজন
নেই কোনো শবযাত্রা
নেই আতরগোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়
পায়নি যেন মায়ের শেষ আদর
তাদের পোঁছে দাও তাদের মায়ের কাছে
রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল
কোনো-এক রাতজাগা পাখির ডাকে
শ্যাওলাধরা পুরনো পাঁচিলে-ঘেরা গোরস্থানে
উঠছে-নামছে ক্লান্তির কোদাল
তৈরি হচ্ছে নতুন আবাস
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার …
নেই তুমি
জোছনার আলোর মতো এসেছিলে তুমি
রঙধনুর রঙ হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিলো সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
মনে পড়ে সেই দিনগুলো – আনমনে বলতে তুমি –
যাবে না আমায় ফেলে কভু অন্যভুবনে
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিলো সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
একসাথে কত তারাগোনা, অভিমানী নীরবতা
কখনো-বা আবেগে শুধু জড়াতে আমায়
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিলো সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
জোছনার আলোর মতো এসেছিলে তুমি
রঙধনুর রঙ হয়ে এঁকেছিলে ছবি
হঠাৎ এক ঝড় এসে ভেঙে দিলো সবি
মেঘে ঢেকে গেল আমার এই পৃথিবী
নিঃসঙ্গ আজ এই যে আমি
খুঁজে ফিরি আজো কোথায় তুমি
নদী যেমন মেশে মোহনায়
তেমনি আছো তুমি মনের আয়নায়
নেই প্রয়োজন
তুমি-আমি যেন ছিলেম স্বপ্নে-গড়া যুগল
জলরঙে আঁকা ছিল যে স্বপ্নে-ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষণে
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না-পাওয়ার কত ব্যথা
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষণে
ছেড়ে গেলে – তাই বলে কি বৃথা যাবে এ জীবন?
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে-ভরা দু’নয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধুলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষণে
প্রতিচ্ছবি
তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতোই গান লেখো?
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলো কি শুরু নাকি শেষ?
তুমি কি এখনো সেদিনের কথা মনে করো?
তুমি কি এখনো আকাশের পানে সেই সুর খোঁজো?
নিঝুম রাতের তারারা কি এখনো তোমাকে খোঁজে?
অশ্রুকণাগুলো কি এখনো বৃষ্টি হয়ে নামে?
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলো কি শুরু?
তোমার ওই চোখের মাঝে এখনো কি তারারা হাসে?
রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে?
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার সবই?
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে
তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারই মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই, – তুমি!
পথচলা
এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত, পথ চেনা, নেই কোনো আনন্দ
অথচ এ মন কত উৎসাহে রচে সদা তন্ময় বসন্ত
আমি আশ্বাস সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবু্ও ভাবিনি তোমায় নিষ্ঠার মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি
মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙে আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি বিথোভেন-শংকর আর না
এ পৃথিবী কালো জলে বিদ্যুতে বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তো-বা আমি তার পাশে বসে দেখছি পলক্লি-মাতিসের ছবি
অথচ কী আনন্দ! কী ভয়াবহ আনন্দ!
মদিরা চালে দেখো নরনারী চলে কামনাবাসনা দুরন্ত
অথচ এই পরকীয়া – দুর্বহ এই আল্পনা
লক্ষ রক্তচোখ নীলিমা চিরে খোঁজে আশা – ভালোবাসা
হায় আশা … ভালোবাসা …
জীবনধারা
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে কারো নেই যে কিছু করার
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে কারো নেই যে কিছু করার
কত আশাকে বারেবারে বেঁধেছে বুকে
এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুরে মুক্তির নিশানটাকে
সামনে তুলে ধরে বারেবার
বারেবার এগিয়ে গেছে তারা
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া
শত ছলনা-প্রলোভনে ভুলেছে মন
এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে মৃত্যুর শপথ নিয়ে
নতুন সমাজ গড়ে আরেকবার
আরেকবার এগিয়ে যাবে তারা
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অসহায় কিছু দ্বন্দ্ব যার নেই কোনো দরকার
লক্ষ্যহীন ভবিষ্যৎ সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে কারো নেই যে কিছু করার
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে কারো নেই যে কিছু করার
অবাক ভালোবাসা
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে …
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয়গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল
এখানে …
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝঙ্কারে কাঁদি
অবাক সুখের কান্না
যেন চুনি-হিরা-পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায় … অবাক ভালোবাসায়
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে …
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয়গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল
এখানে …
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝঙ্কারে কাঁদি
অবাক সুখের কান্না
যেন চুনি-হিরা-পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায় … অবাক ভালোবাসায়
ধূসর মানচিত্র
এ কেমন সুখ
যখন দেখি ক্ষুধার্ত মুখ
এ কেমন স্বাধীনতা
যেখানে কোটি মানুষ শেখে অধীনতা
এ দেশ ভুল পথে বিকৃত ভাঙা হাতে লাঞ্ছিত
কৃষকের স্বপ্ন বিষণ্ণ বিবর্ণ
কালো কাচে ঢাকা এ শহর মত্ত
কী বেদনাময় এ বিশ্বাসহীনতা … হায়!
এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি
এ কেমন রাজনীতি যারা ভোলায় সে-প্রতিশ্রুতি
মোরা অভিভূত হয়ে মাতি কবিতা উৎসবে
শিল্প, কালচার, নাটক ও সংগীতে
বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনো কাঁদে ক্ষুধার কোরাসে … হায়!
এ কেমন দুঃসময় যখন দেখি সারা পথ জুড়ে
নিত্য মৃত্যু, জীর্ণ মানুষের দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে
আর রাজপথ ভেঙে ছুটে চলে নীল মার্সিডিজ
উদ্দম বৈভবে গণতন্ত্র যার মাঝে বসে
চোখ মারে আর হাসে
এ কেমন জীবন দেখো ঘুমিয়ে ফুটপাতে এ কেমন
এ কেমন জীবনযাপন মোদের প্রাণ নেই তবুও দিনযাপন
মোরা রুটির গন্ধে ভুলে অভিভূত ব্রেকফাস্ট
নাটুকে প্রেম সাধারণ্যে সন্ত্রাস
কোথাও কাঁদছে দেখো সাঁঝের ভাটিয়ালি
ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অবিচারী … হায়!
প্রতীক্ষা
দুঃস্বপ্নের শেষ সীমানায়
চমকে ঘুম ভেঙে যায়
জেগে দেখি তুমি পাশে নাই
চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর
হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী
দুঃখ যেনো আমারি
এক ঝিমধরা দিবাস্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত পাপের খেলায়
কারাগারের অবহেলায়
পচন ধরে মনে শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা? …
কবে আসবে ফিরে ভালোবাসা …
জীবনের সব আশায়
হতাশার আলিঙ্গনে
ঘুণে-ধরা স্বপ্নগুলো
সব যেন এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা
ভাসমান এই জীবন
তা- ই বুঝি বেঁচে থাকা
জানিনা শেষ কোথায়
এক গোলকধাঁধায় আটকে-পড়া
অবনত হৃদয়
দিশেহারা ছুটি আমি
রাতের আলোকিত নগরপ্রণয়
ভালোবাসার প্রতারণায়
পচনধরা বিশ্বাসে, আশায় …
কবে আসবে ফিরে ভালোবাসা? …
কবে আসবে ফিরে ভালোবাসা …
জননী
আকাশ জুড়ে কী সুন্দর তারা
হীরের অলঙ্কারে পরী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠাণ্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
এই সবই তো সুন্দর
এ-জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা
মাগো মা, ও মা
এই পৃথিবীর এত আলো, এত-যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে-তো শুধু তোমারই জন্যে ওগো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে
এই সবই তো সুন্দর
এ-জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা
…….
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS