প্রতিবেদিত হোক প্রাণবৈচিত্র্যের এই দেশদুনিয়া || প্রাণকৃষ্ণ চৌধুরী

প্রতিবেদিত হোক প্রাণবৈচিত্র্যের এই দেশদুনিয়া || প্রাণকৃষ্ণ চৌধুরী

এই ধরনের মানসম্মত ফিল্ডওয়ার্ক করার কথা বিশ্ববিদ্যালয়ের তুখোড় বিদ্যার্থীর। হতে পারত মাস্টার্স পর্বের ডিগ্রি দেয়ার জন্য এইরকম মানের ফিল্ডওয়ার্ক জমা দেয়ার বাধ্যবাধকতা থাকা, বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেয়ার সিস্টেমে থাকতে পারত যে আর কিছু লাগবে না আমাকে একটা অথেনটিক ফিল্ডওয়ার্ক দাও আমি তোমাকে মাস্টার্সের ডিগ্রি দিয়ে দিব। আর এইরকম শত শত ফিল্ডওয়ার্কের বেসিসে অধ্যাপকেরা হাজার পৃষ্ঠাব্যাপী গ্রন্থ রচনায় ব্যস্ত থাকতে পারতেন। কিন্তু আমাদের বাস্তবতায় নিকট ভবিষ্যতে তা সম্ভবপর না বোধ হয়।

আন্দোলন সংগ্রামে এবং অধিকার আদায়ে আমরা যে নানাভাবে ফেইলিওর তার সবচে বড় কারণ আমরা দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে আমাদের শিক্ষার কোনো আন্তঃসম্পর্ক তৈরি করতে পারি নাই। ফলে আমরা কোনো ইনফরমেশান সিস্টেম দাঁড় করাইতে পারি না যার বেসিসে সরকারের সাথে দেনদরবারে যাইতে পারি। সাধারণ মানুষেরে আমরা সংগ্রামে নিতে পারি না কারণ তার কাছে আমাদের গ্রহণযোগ্যতা কিংবা তার সাথে বন্ধুত্ব তৈরি হবার কোনো সূত্রই আমরা তৈরি করি নাই। কৃষকের সমস্যা যে সেকুলারিজম না কিংবা চেতনা ব্যবসায় যে ধানের মূল্যের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না আমাদের পলিটিকাল পার্টিগুলারও সে-কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। ফলে যা হবার তা-ই হচ্ছে ও হতে থাকবে।

তো যাই হোক, কথাগুলো মনে হলো আলতাফ পারভেজের এই অত্যন্ত প্রয়োজনীয় গবেষণাকর্মটা পড়তে গিয়ে। এটা কোনো বুদ্ধিজীবীসুলভ গবেষণা না, অত্যন্ত কাণ্ডজ্ঞানসম্পন্ন ও বাস্তবতাপূর্ণ এক কাজ। নিজেকে বুদ্ধিজীবী মনে করলে এই কাজ করতে পারার কথা না, বরং বুদ্ধিজীবীর অতিরিক্ত দায়িত্ব নিয়ে অ্যাক্টিভিস্টের উদ্যমতায় কাজটা সমাপ্ত করেছেন এবং এতে একটা দরজা হয়তো খুলে গেল — আশা করি এরপর শত শত প্রতিবেদন আসবে, আমাদের দরকার বলেই আসবে; — মাছ চাষের প্রতিবেদন, ভুট্টা চাষের প্রতিবেদন, আলু চাষের প্রতিবেদন, বেগুন চাষের প্রতিবেদন, পান চাষের প্রতিবেদন, চা চাষের প্রতিবেদন, চিংড়ি চাষের প্রতিবেদন, কুমির চাষের প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি। এ-রকম অনেক অনেক প্রতিবেদনে আমাদের প্রতিদিনের জীবনকে জ্ঞানে রূপান্তরিত করতে পারব আমরা। ধন্যবাদ আলতাফ পারভেজ। এ-দেশের কৃষকেরা আপনারে নিজেদের পোলা বইলা স্বীকার করুক।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you