অ্যাডমিনিস্ট্রেশন ও করাপশন : বুড়া আমলা ভার্সাস ইয়াং আমলা || কাজল দাস

অ্যাডমিনিস্ট্রেশন ও করাপশন : বুড়া আমলা ভার্সাস ইয়াং আমলা || কাজল দাস

বয়স্ক আমলাদের দুর্নীতির খবর এখন দেশের টপ নিউজ।

একের পর এক পুলিশ, আয়কর কর্মকর্তা, প্রশাসকরা যেন গিলে খাচ্ছে সবকিছু।

কিন্তু, ইয়াং আমলাদের কি অবস্থা? এরা কতটুকু সততার সাথে সার্ভিস দিচ্ছেন?

গত এক যুগ ধরে এদেশে পেশাগত জায়গায় সবচেয়ে বেশি হাইপ তৈরি করছে বিসিএস। সোশাল মিডিয়ার কারণে এই হাইপ এখন তুঙ্গে। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট এবং মেডিকেলের শিক্ষার্থীরাও এখন বিসিএস জেনারেল কোরে যেতে অদম্য আগ্রহী।

আপনাদের আশেপাশের যারা বন্ধুবান্ধব সিভিল সার্ভিসে যোগদান করেছে তাদের অবস্থান কোন পর্যায়ে আছে? দুর্নীতিবিরোধী অবস্থানে তাদের মনোভাব সম্পর্কে আপনাদের ধারণা কি?

আপনারা কি আশাবাদী আপনার কাছাকাছি সিভিল সার্ভিসের বন্ধুর নৈতিক কর্মতৎপরতায়? নাকি এরাও কিছুদিন পরে গিয়ে এ-রকমই নিউজ হবে?

বর্তমান প্রজন্মের সিভিল সার্ভিস নিয়ে আপনার অভিমত কী?


কাজল দাস রচনারাশি

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you