সমদিশ ভাটিয়ার সাথে দিবাকর ব্যানার্জির আলাপ। বলিউডের হিসাবি-পেশাদার পরিধিতে বসে মুক্ত চলচ্চিত্র বানানেওয়ালাদের তালিকা যদি টানি তাহলে দিবাকরকে সেখানে বাদ দিয়ে গোনার সুযোগ নেই। খোসলা কি গোসলা, লাভ সেক্স আওর ধোঁকা, বম্বে টকিজ, ডিটেকটিভ ব্যোমকেশ…যে-কয়টি দেখেছি, তাঁর জাত চিনতে দেরি হয়নি। অঞ্জন দত্ত অ্যান্ড গংয়ের ব্যোমকেশ নিয়ে বানানো গুচ্ছের ছবির মধ্যে দিবাকরের ডিটেকটিভ ব্যোমকেশকে এখনাবধি বেস্ট মনে হয়েছে। সুশান্ত রাজপুতকে চমৎকার কাজে লাগিয়েছিলেন ছবিতে। বলিউডে জন্ম নেওয়া স্টারডম, যা তাঁর ভাষায় স্ট্যাটিক অ্যাক্টিংয়ের বাইরে আজো সাবালক হতে পারল না, তো সেখানে বসেই দিবাকর দিব্যি নিজের ধাঁচে ছবি বানান। প্রমোশনও করেন সেই ছবির। ফিল্মি দুনিয়ায় রাজ করতে থাকা স্টারডমকে এক্সপ্লোয়েট করেন কায়দা করে। সমদিশের সাথে আলাপে সেটার রেশ খানিক পাওয়া গেল। সময় করে শুনতে পারেন।
আলাপ শুনতে ক্লিক করুন — দিবাকর ব্যানার্জির আলাপ, আনফিল্টার্ড
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS